আসলে ইলিশ মাছ এমন একটি মাছ যা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই মজা লাগে। আপনাদের ইউকেতে আসলেই সব ধরনের জিনিসই পাওয়া যায় বাংলাদেশী। এর জন্যই তো বাংলাদেশীদের কোন সমস্যা হয় না। যাই হোক সরষে ইলিশ মাছের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজাদার হয়েছিল।