আপু আপনার কাছ থেকে মান কচুর খুবই ইউনিক ভর্তা রেসিপি দেখতে পেলাম। অল্প উপকরণে অল্প সময়ে খুব মজাদার ও ইউনিক ভর্তা রেসিপি শেয়ার করেছেন। এভাবে কচু ভর্তা কখনো খাওয়া হয়নি। তবে আপনার ভর্তা দেখে খুব খেতে ইচ্ছে করছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
এভাবে মান কচু ভর্তা যেহেতু খাওয়া হয়নি তাহলে অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আপু। খুবই ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।