You are viewing a single comment's thread from:

RE: পরীক্ষা ও গরমের প্রভাব

in আমার বাংলা ব্লগlast year

আপু কথায় বলে, ছাত্রজীবন সুখের জীবন যদি না হতো পরীক্ষা। এই পরীক্ষার ভয়েই তো অনেক ছেলেমেয়ে স্কুলে যেতে চায় না। যদি পরীক্ষা না হতো তাহলে আমার মনে সব ছেলেমেয়ে স্কুলে সারাদিন বসে থাকতো। কারণ সেখানে নেই কোনো টেনশন। আমি তো যেদিন পরীক্ষা তার আগের দিন পড়ালেখা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যেতাম যে খাওয়া আর ঘুমানোর কোনো খবর থাকতো না। এরপর পরীক্ষার হলে গেলে ঘুমে অবস্থা খারাপ হয়ে যেতো। তবে এই গরমে পরীক্ষা সত্যিই খুবই কষ্টকর। পরীক্ষা এমন একটি বিষয় যা হাজারো গরম থাকলেও যেতে হবে। আপু ঠিক বলেছেন এই গরমে যারা বাহিরে কাজ করে তাদের থেকে আমরা অনেক ভালো রয়েছি এটাই শুকরিয়া। আপু আপনার জন্য দোয়া রইল যাতে সুস্থ ভাবে সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করতে পারেন।