ভাইয়া আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। পারিবারিক অশান্তি হলো সবচেয়ে বড় অশান্তি। পরিবারের মধ্যে যখন ঝামেলা হয় তখন মন মানসিকতা ঠিক রাখা কঠিন হয়ে যায়। যদিও শহরের তুলনায় গ্ৰামে এই অশান্তি বেশি হয়। তবে এটা সবচেয়ে বেশি হয় যখন ছেলে মেয়ে বড় হয়ে বিয়েসাদি করে তখন জায়গা জমি ভাগাভাগি করতে গিয়ে এই সমস্যার সৃষ্টি হয়। কিছু কিছু পরিবারে বাবা- মা বেঁচে থাকা অবস্থায় শুরু হয় আর কিছু কিছু পরিবারে বাবা- মা মারা গেলে শুরু হয়। পারিবারিক এই অশান্তির জন্য পরিবারে যে ছোট বাচ্চারা থাকে অনেক সময় সেই কষাঘাতে তাদের পড়তে হয়। বর্তমানে সমাজ খুবই খারাপ সৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে হয়তো কখনো কেউ পরিত্রাণ পাবে না। সামনে আমাদের জন্য আরও কি অপেক্ষা করছে তা মহান আল্লাহ পাক ভালো জানেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।