আপনার টাইটেল পড়ে ভেবেছিলাম বেগুনি কালারের হয়তো চা পাতি রয়েছে যা থেকে এমন চা হবে। কিন্তু পরে ধাপ দেখে বুঝতে পারলাম এটা অপরাজিতা ফুলকে ফুটিয়ে বেগুনী রঙের পানীয় তৈরি করেছেন। এটা ঠিক বলেছেন দেখতে সুন্দর হলেই যে খেতে ভালো হবে তা কিন্তু নয়। তবে এটা বুঝতে পারছি এটা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হবে। সবশেষে লেবুর রস দেওয়াতে খুব সুন্দর কালার এসেছে। ধন্যবাদ আপু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।