"আশীর্বাদের তত্ব সাজানো"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন।আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আপনারা অনেকে জানেন আমার দেবরের বিয়ে ঠিক হয়েছে। গতমাসে তার আশীর্বাদ ছিলো। ছেলের আশীর্বাদের পর বাকি ছিলো মেয়ের আশীর্বাদ। তাই মেয়ের আশীর্বাদ করার জন্য তত্ব সাজানো প্রয়োজন ছিলো। আগেই বলেছি আমাদের বিয়েতে অনেক নিয়ম থাকে।আর সেগুলো মেনেই বিয়ে হয়। আর বিয়ের আগে যেটা বেশি গুরুত্ব পূর্ন সেটা হলো আশীর্বাদ। আর আমাদের দুজনের ইচ্ছা ছিলো আপনাদের ছোট দাদার বিয়ে অনেক ধুমধামের সঙ্গে দেওয়ার সেই ভাবে সবকিছু ম্যানেজ করা হয়েছে। কিন্তু হটাৎ করে মা অসুস্থ হওয়াতে একটু এলোমেলো হয়ে হয়েছিলো। তবুও শেষ পর্যন্ত ভালো ভাবে সবকিছু হয়েছিলো। বাবুর জন্মদিনের পর মেয়েকে আশীর্বাদ করতে যাওয়ার কথা ছিলো। আর এই আশীর্বাদ গুরুজনদের করতে হয়। আমরা মনে করি বাড়ির গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ করলে সেই কাজ ভালো ভাবে সুসম্পন্ন হয়ে থাকে।
আশীর্বাদের যাবতীয় সরঞ্জাম গুছানো প্রায় শেষ।কি ভাবে কি করতে হবে কিভাবে সাজাতে হবে সবকিছু বুঝিয়ে দিলাম। কিন্তু এবার প্রশ্ন হলো তাহলে তত্ব কে সাজাবে। কারণ আমি আগে কখনো এসব করিনি আবার বাবুর জন্মদিন ছিলো।তাই তত্ব সাজানোর লোককে ফোন দিলাম যে সে সাজিয়ে দিতে পারবে কি না। কিন্তু জানালো সে পারবে না। কারণ তাদের সময় নেই। তাহলে কি আর করা এখন নিজেরই সবকিছু করতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম রাতে না ঘুমিয়ে তত্ব সাজিয়ে রেখে দেবো। একটু ভয় ভয় লাগছিলো যে পারবো কি না। কারণ জীবনের প্রথমবার কোন আশীর্বাদের তত্ব সাজানো। তারপর যাই হোক আমরা তিন জনে মিলে সাজানো শুরু করে দিলাম।
তত্ব সাজানোর ফুল ও ট্রে।
একটা ট্রের ভিতরে শাড়ী, ফেস ওয়াশ ও পারফিউম দিয়ে আর কিছু ফুল সাজিয়ে নিলাম। আর একটি ট্রে তে কিছু চকলেট দিয়ে সাজিয়ে দিলাম।
এবার আশীর্বাদের জন্য ধান, দূর্বা, ফুল,তুলসী পাতা ও আমের পল্লব দিয়ে একটি ট্রে সাজালাম।বাকি ট্রে গুলোতে কিছু ফল ও পান, সুপারী দিয়ে সাজিয়ে নিলাম।
আশীর্বাদ লেখা দুই প্রকার সন্দেশ।
কাজু,পেস্ট বাদাম ও কিশমিশ দিয়ে সাজানো মিষ্টি ক্ষীর।
বিভিন্ন রকমের সন্দেশ মিষ্টি
দশ কিলো ওজনের একটি কাতলা মাছ। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এমন ভাবে সাজানো হয়েছে যে মাছটি দেখাই যাচ্ছে না।শুধু মাছের লেজ দেখা যাচ্ছে।
সব কিছু দিয়ে মোট ১২ টি তত্ব সাজানো হয়েছে।
সর্বশেষে নিজে একটু সেজে নিলাম।
প্রথমবার আশীর্বাদের তত্ব সাজালাম জানিনা কেমন হয়েছে। তবে সবাই বলছে ভালো হয়েছে। তারপরও আপনারা জানাবেন কেমন হয়েছে?
সত্যি বলতে বৌদি অনেক সুন্দর হয়েছে আশীর্বাদের তত্ব গুলো। আপনি খুব সুন্দর ভাবে সাজালেন। প্রতিটি আইটেম খুব ভালো লেগেছে। অনেক ভালো মানের কিছু আইটেম রেখেছেন আপনি। তাছাড়া আপনার সাজ টা ও দারুন ছিল। আপনাকে একটা চিমটি দিলাম যেন নজর না লাগে বৌদির উপর। শুভকামনা রইল আপনার পরিবারের সকলের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ বৌদি,আপনার প্রশংসা না করে পারছি না।রাত জেগে ৩জনে মিলে ১২টা তত্ত্বের ঢালা সাজিয়েছেন। দাদাও ছিল নাকি?সবগুলোই খুব খুব সুন্দর হয়েছে।ইসস আমি যদি আপনাদের আশেপাশে থাকতাম তাহলে একটু হেল্প করে দিতাম,হিহিহি।সন্দেশ দেখে আমার যে লোভ লেগে গেল,কত্ত রকমের সন্দেশ দেখা যাচ্ছে।পান সুপারির ঢালার উপরে গোলাপের পাপড়ি দেয়াতে আরও রঙিন লাগছে।খুব ভালো লাগলো বিয়ের তত্ত্বগুলো দেখে।
১২ টি তত্ত্ব সাজানো কম কষ্টের নয়। প্রথমবারের মত সাজিয়েছেন তারপরও খুব সুন্দর হয়েছে। সন্দেশগুলো দেখে খুবই লোভনীয় লাগছে। বেশ কয়েক রকমের সন্দেশ রয়েছে দেখছি। সত্যিই খুব সুন্দরভাবে তত্ত্ব গুলো সাজিয়েছেন বৌদি। আপনাকেও খুব সুন্দর লাগছে। অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ বৌদি।
প্রথমে একটা জিনিস করতে গেলে ভয় লাগা স্বাভাবিক। তবে বৌদি আপনার প্রশংসা করতেই হয় আপনি প্রথম হিসেবে অনেক সুন্দর করে তত্ত্ব সাজিয়েছেন। তবে দিদি সন্দেশগুলো দেখে দেখে লোভ সামলানো মুশকিল। আপনি অনেক সুন্দর করে তত্ত্ব সাজিয়ে। আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।
সারারাত না ঘুমিয়ে অনেক পরিশ্রম করে আশীর্বাদের তত্ব সাজিয়েছেন দেখে ভালো লাগলো বৌদি। আপনি প্রথমবার এই সুন্দর আশীর্বাদের তত্ব সাজিয়েছেন দেখে ভালো লাগলো। তবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ১০ কেজি ওজনের কাতলা মাছ ভাবতেই অবাক লাগছে বৌদি। যাই হোক সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে বৌদি। 😍😍
অল্প সময়ে তত্ত্ব খুব সুন্দর সাজিয়েছেন দিদি।আপনি এই প্রথমবার তত্ত্ব সাজালেন আর খুবই সুন্দর হয়েছে।তত্ত্বের মধ্যে এতো আইটেম কি সুন্দর ভাবে সাজিয়ে নিলেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার ব্যস্ততার কারনে তত্ত্ব সাজানোর লোককে ডাকা হলেও তাদের সময় নেই জানালো।তারা পারবে না।তবে আপনি কাজটি চমৎকার ভাবেই করলেন।আর দিদি আপনাকে খুবই সুন্দর লাগছে।🥰💕ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আপনারা তিনজন মিলে বেশ ভালই তত্ত্ব সাজিয়েছেন বৌদি। নবদম্পতির জন্য মন থেকে আশীর্বাদ রইল । আপনাকেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, শুভেচ্ছা রইল বৌদি 🙏
বারোটি তত্ত্বের ছবি অসাধারণ সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। কে বলবে আপনি নতুন তত্ত্ব সাজিয়েছেন আশির্বাদের জন্য এই প্রথম। এতো সুন্দর সাজানো গোছানো পরিপাটি দেখে মনে হচ্ছে তত্ব সাজানোর লোক এসে সাজিয়েছে।ঠিক বলেছেন দিদি গুরুজনদের থেকে আশির্বাদ নিয়ে কাজ করলে সে কাজ ভালো ভাবে সুসম্পূর্ণ হয়।সর্বশেষ আপনার সাজটিও খুব সুন্দর হয়েছে। একদম পরিপাটি লাগছে।অসংখ্য ধন্যবাদ সুন্দর করে পোস্ট টি শেয়ার করার জন্য।
প্রথমবার তত্ত্ব সাজানো অনুযায়ী অনেক চমৎকার ভাবেই সাজিয়েছেন বৌদি।বাবুর জন্মদিনের পর রাত জেগে তিনজন মিলে এতো সুন্দর ভাবে ১২ টি তত্ত্ব সাজিয়েছেন যার প্রশংসা না করে পারা যায় না।তত্ত্ব সাজানোর পাশাপাশি আপনার সাজটাও অনেক সুন্দর হয়েছে। আপনাকে খুবই মিষ্টি লাগছে বৌদি।