স্বরচিত নতুন একটি কবিতা " অদেখা প্রেম"
বন্ধুরা
আপনারা সবাই ভালো আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজ আবার অনেক দিন পর কবিতা নিয়ে হাজির হলাম। আপনারা জানেন কবিতা লিখতে বা পড়তে ভালো লাগে। বেশ কিছুদিন ধরে ভাবছি একটা কবিতা লিখবো। কিন্তু লিখতে বসে ও লিখা হয়ে উঠছিলো না। তবে মাঝে মধ্যে কবিতা লিখি কিন্তু সেগুলো সেরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আজ সকালে উঠে হটাৎ করেই এই কবিতা লিখে ফেললাম। তাহলে চলুন শুরু করা যাক।
অদেখা প্রেম
যদি তুমি বলো তোমায় ঘিরে রাখবো কুয়াশা চাদরে।
যদি তুমি বলো তোমার ঘুম ভাঙ্গাবো
আমার আলতো আদরে।
তোমার পাহারা মনের চোরাগলিতে হারাবো রোজ আমি,
খুঁজে দেবে আমায়, তুমি খুঁজে নেবে আমায়
এই মন আসমানী।
আদর মাখা পাহাড়ি নদী ছুটে চলে আপন বেগে,
তোমাকে খুঁজে পাবো কুয়াশা ঘেরা পাহাড় চূড়ার মেঘে।
যদি তুমি বলো ঘুম হয়ে যাবো ওই নরম রাতে,
যদি তুমি বলো থেকে যাবো আমি রোজ রাজরানীর ওই গল্পটাতে।
রোজ আমি নাবিকের বেশে পথ হারাই তোমার ঠোঁটে,
রাত জেগে উঠুক কোন এক প্রাচীন ভৈরবীর বেশে।
আমি তো খুঁজে নিই প্রেম কোনদিন বইয়ের মলাটে,
তবু কেন উড়ো চিঠি নিয়ে আসে অচেনা ফুলের পরাগে।
দারুণ ভালোবাসার অনুভূতি পেলাম আজকের কবিতায় বৌদি, খুব সুন্দর লিখেছেন কিছু মিষ্টি কথায়। বেশ ভালো লেগেছে কবিতাটি।
চমৎকার!
আবেগের গভীরতা এবং তার বহিঃপ্রকাশ দুটোই প্রশংসার দাবিদার 🖤
ভালোবাসাগুলো বুঝি এমনই সুন্দর হয়।টিকে থাকুক এমন ভালোবাসা।
শুভ কামনা রইলো 🖤
অনেক রোমান্টিক একটা কবিতা লিখেছেন বৌদি। আসলে আপনার কবিতা বরাবরই খুব চমৎকার হয়ে থাকে। আজকেও অদেখা প্রেম নামক কবিতাটি বেশ চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ।
দিদি আপনার মত আমার ও কবিতা লেখতে আর পড়তে ভাল লাগে। তবে আপনার আজকের কবিতার উপরের লাইন গুলো যেন আমার জন্যই লেখা।
বৌদি আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনি সবসময় দারুন দারুন কবিতা লিখেন। সত্যি কথা বলতে আবেগ দিয়ে কবিতা লিখলে সেই কবিতা গুলো পূর্ণতা পায়। আপনি এত সুন্দর ভাবে নিজের আবেগ দিয়ে কবিতার ভাষাগুলো ফুটিয়ে তুলেন পড়তেও ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ বৌদি দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য এবং আমাদেরকে এই কবিতাটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
মহাগুনি আমাদের প্রিয় কবি বৌদি অসাধারণ ছিল আপনার কবিতা। আমাদের মাঝে এত সুন্দর করে উপহার দিয়েছেন আপনার মনের অনুভূতিগুলো কবিতা আকারে, সত্যিই হৃদয় ছুয়ে গেছে। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
আশা করি ভালো আছেন বৌদি? আজকে আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে কবিতার ছন্দ বেশ অসাধারণ হয়েছে।
প্রিয়জনের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই কবিতা মাধ্যমে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বৌদি।
বৌদি আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর আবেগ দিয়ে কবিতা লিখেছেন এবং ভাষাগুলো ও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে মনের গভীরতা থেকে কবিতা লিখলে সেই কবিতাগুলো পূর্ণতা পায় আর সেরকম একটি কবিতা আপনি লিখেছেন। "অদেখা প্রেম " কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ বৌদি আপনাকে।
I don't understand your language but I will be upvote you. If you want to help me then upvote me. Let's grow together
হ্যা বৌদি অনেক দিন পর আপনার কবিতা পড়তে পারলাম।আমি কবিতা যদিও লিখতে পারি না,তবে পড়তে ভালোই লাগে।আমি চেষ্টা করি আপনার কবিতা গুলো পড়ার। যাই হোক অদেখা প্রেম কবিতাটা বেশ সুন্দর লিখেছেন।
দারুন লাইনগুলো।ধন্যবাদ আপনাকে