টার্গেট ডিসেম্বর সিজন-5-পাওয়ার বৃদ্ধি ১০ স্টিম।।
হ্যালো বন্ধুরা,
আমি আশা করি সবাই আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও আমার পরিবার ভালো আছে। সিজন ৪ এ আমি আমার টার্গেট পূরণ করতে পেরেছি।আজ আমি ১০+ স্টিম পাওয়ার আপ করেছি। আমার মোট স্টিম পাওয়ার 27093+ । এবার সিজন সিজন ৫ এআমার নতুন টার্গেট ষষ্ঠ ডলফিন হওয়া। আশা করি আপনাদের সবার দোয়ায় আস্তে আস্তে তা পূরণ হবে।
আজ আমি পাওয়ার আপ করেছি ১০+ স্টিম। এ প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার হওয়ার খুব বেশি প্রয়োজন। এজন্য আমি বরাবরের মতো আজও পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে নিজের শক্তি বৃদ্ধি করা। এই প্লাটফর্মে কাজ করার জন্য পাওয়ার খুব বেশি প্রয়োজন। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ততবেশি। আমি আস্তে আস্তে পাওয়ার আপ করতে করতে আমার স্বপ্নের চূড়ায় পৌঁছে গিয়েছি।
ধাপ -১
পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার আইডি ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।
ধাপ -২
!
ধাপ -৩
এখানে আমি ১০+ পাওয়ার আপ করেছি। এখন থেকে আমার প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে।
আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপ করলাম। আমার সর্বমোট 27093+ পাওয়ার হয়েছে। আমি আস্তে আস্তে আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এবার আমি ডিসেম্বর এরমধ্যে আমার ৩০০০০+ স্টিম পাওয়ার করার ইচ্ছে রয়েছে। আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে। @rex-sumon ভাইকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য এবং ধন্যবাদ জানাই কমিউনিটির সকল মডারেটরদের।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি খুব খুশি। সবার কাছে দোয়া চেয়ে শেষ করলাম।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1952573909309829334?t=K0TcAw-PRCCWOv52PRmxyw&s=19
https://x.com/TASonya5/status/1952609147855486992?t=7iUncN0lBkGD3TGQ6cc3lA&s=19
https://x.com/TASonya5/status/1952634320813752730?t=soPrUOoKnncLpWIll4hx7Q&s=19
এভাবে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করলে তুমি তোমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি নিজেও পাওয়ার বৃদ্ধি করতে খুব ভালোবাসি। তোমার প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা পোস্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে। দীর্ঘ সময় কাজ করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই সামনের দিকে এগিয়ে যাও।
পাওয়ার আপ আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য।
পাওয়ার আপ পোস্ট দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখছি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য 10 স্টিম পাওয়ার আপ করেছেন। যদি আপনার টার্গেট হচ্ছে ষষ্ঠ ডলফিন পূরণ করা। যদিও আপনি এখন পর্যন্ত অলরেডি ২৭০৯৩+এসপি পাওয়ার আপ করেছেন। আশা করি পাওয়ার আপ করে অনেক দূরে গিয়ে যাবেন।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে পাওয়ার আপের প্রতি আরো উৎসাহিত হলাম।
স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।