ডাই : ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগlast month

IMG-20250509-WA0024.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি।

ক্লে দিয়ে বিভিন্ন জিনিসগুলো তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। এই ছোট ছোট জিনিসগুলো দেখতে খুবই সুন্দর হয়। এজন্য আমি ভাবলাম একটা ফুলদানি সহ ফুল তৈরি করব। যাতে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। বিশেষ করে এটা সাজিয়ে রাখলেও অনেক বেশি সুন্দর দেখায়। তবে আমি বেশ সময় নিয়ে এগুলো তৈরি করেছিলাম। ছোট ছোট এই জিনিসগুলো তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। তেমনি আজকের ফুল গুলো আমার নিজেরই অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250509-WA0027.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কাঁচি
• গাম
• পুরনো রঙের বাক্স

IMG20250520105003.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সাদা ক্লে নিলাম। এরপর ক্লে দিয়ে ফুল তৈরি করার জন্য ছোট ছোট পাপড়ি তৈরি করে নিলাম। এরপরে এগুলো দিয়ে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20250328-WA0056.jpg

ধাপ - ২ :

একই রকম ভাবে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি।

IMG-20250328-WA0057.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি একটা খালি রংয়ের কৌটা নিলাম। এর উপরের অংশে ক্লে দিয়ে ভরাট করে নিলাম।

IMG-20250328-WA0058.jpg

ধাপ - ৪ :

এরপর ক্লে দিয়ে খুব সুন্দর করে এটাকে ফুলদানি তৈরি করে নিলাম।

IMG-20250328-WA0059.jpg

ধাপ - ৫ :

এরপর কয়েকটা ছোট ছোট কাঠি এর মধ্যে সবুজ কালারের ক্লে দিয়ে ফুলের ডাল তৈরি করে নিলাম।

IMG-20250328-WA0060.jpg

ধাপ - ৬ :

এরপর আমি কাঠিটার উপরের অংশে ফুলটাকে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20250328-WA0061.jpg

ধাপ - ৭ :

এরপর কয়েকটা ফুল আমি ফুলদানির মধ্যে সাজিয়ে নিলাম।

IMG-20250328-WA0062.jpg

ধাপ - ৮ :

এভাবে সবগুলো ফুল দিয়ে পুরো ফুলদানিটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম।

IMG-20250328-WA0063.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250509-WA0025.jpg

IMG-20250509-WA0026.jpg

IMG-20250509-WA0027.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last month 

অসম্ভব ভালো লাগলো দেখে তোমার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাই গুলো তৈরি করতে। ফুলদানি সহ ফুল দেখতে খুব ভালো লাগছে।

 last month 

আমার কাছে ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। এইজন্য এই ফুলদানি এবং ফুলগুলো তৈরি করার চেষ্টা করেছি সুন্দর করে।

 last month 

বাহ্ আপু, আপনার ক্লে দিয়ে তৈরি এই ফুলদানি আর ফুলগুলো সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে যেকোনো পাঠক সহজেই অনুপ্রাণিত হবে নিজেও এমন কিছু তৈরি করতে।আপনার নিখুঁত হাতে তৈরি ফুল আর সাজানো ফুলদানির গঠন যেন একটি জীবন্ত শৈল্পিক গল্প বলছে। রঙের ব্যবহার, গঠনের গাঁথুনি এবং উপস্থাপনার ধরণ সবকিছুই সত্যিই চমৎকার। আপনি সত্যিই একজন দক্ষ ও সৃষ্টিশীল শিল্পী।এমন সুন্দর সৃষ্টি বারবার দেখতে চাই। শুভকামনা রইলো আপনার সৃষ্টিশীল পথচলার জন্য।

 last month 

আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে এই ফুলদানি আর ফুল তৈরি করার জন্য।

 last month 

ফুল এবং ফুলদানি দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজগুলো যত দেখি ততই ভালো লাগে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।

 last month 

আমার হাতের কাজ গুলো আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।

 last month 

ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি করে চমৎকারভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো আপু।অসাধারণ হয়েছে দেখতে।

 last month 

ঠিক বলেছেন ক্লে দিয়ে কিছু তৈরি করলে সত্যি খুব সুন্দর লাগে।

 last month 

ভীষণ সুন্দর একটি ফুলসহ ফুলদানি আপনি তৈরি করেছেন। ক্লে দিয়ে এমন ফুল এবং ফুলদানি তৈরি করলে ভীষণ সুন্দর লাগে দেখতে। ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এমন সুন্দর একটি ফুলদানি সহ ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

এই ফুলদানি আর ফুল আসলেই ভালো লাগছে দেখতে।

 last month 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলদানি টি অসাধারণ হয়েছে আপু। আপনার হাতে তৈরি করা যে কোন ধরনের জিনিস পত্র গুলো সবার থেকে একটু ইউনিক।

 last month 

এরকম জিনিসপত্র সত্যি খুবই ইউনিক।

 last month 

বাহ আপু আপনি তো খুব সুন্দর করে ক্লে দিয়ে ফুলদানি বানিয়েছেন। আপনার বানানো ফুলদানি কিন্তু অসাধারণ হয়েছে। তবে এটি ঠিক বলেছেন ছোট ছোট এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আবার ঘরের মধ্যে বা টেবিলের মধ্যে এই ফুলদানি গুলো সাজিয়ে রাখলে দেখতেও চমৎকার লাগে। খুব সুন্দর করে ক্লে দিয়ে ফুলদানি বানিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

এটি টেবিলে সাজিয়ে রাখলে আসলে ভালো লাগবে।

 last month 

বেশ সুন্দর বানিয়েছেন ক্লে দিয়ে ফুল সহ ফুলদানিটি। ক্লে দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর হয়। আর যথাযথভাবে বানালে একবারে বাস্তবের মতো লাগে। বেশ ভালো লেগেছে ক্লের তৈরি ফুল সহ ফুলদানিটি।

 last month 

আসলে সুন্দর ভাবে বানালে দেখতে বাস্তবের মতো লাগে।