ভ্রমণ :- রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে ঘুরতে যাওয়ার মুহূর্ত ( পর্ব ৪)
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমন করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর ভ্রমণ করতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি। তাই জন্য মাঝেমধ্যেই সময় পেলে ঘোরাঘুরি করার চেষ্টা করি। আসলে সারাদিন ঘরে থাকলে প্রতিনিয়ত কাজের মধ্যেই কাটে। আর মাথার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায়। তাই জন্য যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি ভীষণ ভালোই লাগে। তেমনি আজকে আপনাদের মাঝে ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।
রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে যাওয়ার কিছুটা মুহূর্ত আপনাদের মাঝে এর আগে শেয়ার করেছিলাম। আজকে আবার চলে আসলাম নতুন একটা পর্ব নিয়ে। সত্যি বলতে এই বাড়িতে অনেক কিছু ছিল। যা শুধুমাত্র একটা পোষ্টের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই জন্য কিছু কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করছি। বিশেষ করে এই বাড়িতে ছিল অনেকগুলো রুম। আমরা তো একটা একটা করে দেখছিলাম আর পরিদর্শন করছিলাম। এখানে দেখতে পেলাম অনেকগুলো ছবি লাগানো রয়েছে। বেশ কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে।
এই ছবিগুলো দেখে আমিও কিছু ফটোগ্রাফি করে নিলাম। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনেকগুলো ছবি লাগানো হয়েছে। তবে এখানে বিশেষ করে একটা জিনিস দেখতে পেলাম তা হচ্ছে পালকি। দেখতে পাচ্ছেন একটা কাঠের পালকি। আমি এরকম কাঠের পালকিগুলো এর আগে কখনো দেখিনি। এটা দেখতে পেয়ে আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে। আসলে নতুন কোন জায়গায় যদি নতুন কোনদিন দেখতে পায় তখন নিজের একটা ভালো লাগা তৈরি হয়। এখানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা কিছু চিত্রকর্ম ও দেখতে পেলাম। যেগুলো খুব সুন্দর ভাবে দেয়ালে লাগানো হয়েছে।
এরপর আমরা আবারো একটা রুম দেখা শেষ করে আরো একটা রুমে দেখতে গেলাম। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রায় অনেকগুলো মানুষ ছিল। সবাই যে যার মত জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল। বিশেষ করে বাড়ির ভেতরটা খুব সুন্দর ভাবে দেখতে ছিল সবাই মিলে। এখানে আমি আরো একটা যন্ত্র দেখতে পেলাম। যদিও এটার নাম স্পষ্টভাবে আমি মনে করতে পারছি না। তবে আরও একটা যন্ত্র দেখলাম সেটা হচ্ছে ঘাস কাটার যন্ত্র। তখন আমি ঘাস কাটার যন্ত্র টা দেখেও ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি গুলো মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্যই করেছি।
এখানে আবার দেখতে পেলাম একটা কাঠের আলমারি। আমি শুনেছি এই জিনিসগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত। এই আলমারিটাও মনে হয় ব্যবহৃত হতে পারে। আলমারিটা দেখেও আমি একটা ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে তখন অনেক মানুষের ভিড় ছিল। সবার মাঝে ফটোগ্রাফি করতেও কেমন যেন একটা কষ্ট হয়ে যাচ্ছিল। তাছাড়া আমরা যখন এক রুম থেকে আরেক রুমে যাচ্ছিলাম বেশ মানুষের ভিড় ছিল। তবে আমার কাছে কিন্তু বেশ ভালই লাগতেছিল। জায়গাটা অনেক সুন্দর ছিল তাই বেশ ভালো লেগেছে।
এরপর আমরা আরও একটা রুমে গিয়ে দেখি সেখানে একটা কাঠের টেবিলও রয়েছে। টেবিলটাকেও আলাদাভাবে রাখা হয়েছে। আমি এই টেবিলের ও একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যেটা আমার কাছে দেখে ভালো লেগেছে। এরপর আরো একটা যন্ত্র দেখলাম এটা পানি পরিশ্রুত করার যন্ত্র। তো আমি এই যন্ত্রটার একটা ফটোগ্রাফি করে নিলাম। আসলে ভিতরে এসব জিনিস গুলো দেখে আমার একটা আলাদা অভিজ্ঞতা হয়েছে বলা যেতে পারে। কারণ এই জিনিসগুলোর মধ্যে অনেকগুলো জিনিস এটাকে আমি কখনো দেখিনি। তো আমরা কিন্তু সেখানে গিয়ে বেশ ভালই এনজয় করেছি। পরবর্তীতে আপনাদের মাঝে এর বাকি অংশগুলো শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1927577154750963866?t=oCqbAGHPnr3tc6OOMXKLeA&s=19
https://x.com/TASonya5/status/1927567662357348392?t=84piiXVyydR1XZAFy2motw&s=19
https://x.com/TASonya5/status/1927576414653727148?t=WiZah0k7zSKArynZy9vJ5g&s=19
আপনার রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে ঘুরতে যাওয়ার মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লেগেছে। ঐতিহাসিক একটি জায়গা ভ্রমন করেছেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1927577906408194482?t=yJ6--Si0WBIFWc-zKwv6ew&s=19
https://x.com/TASonya5/status/1927580109189374256?t=5nQPmoSSSvfIvLuMf95PCA&s=19