স্বরচিত কবিতা : " সুন্দর একটা চাঁদ "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
একটা সময় মনে হয় আমাদের প্রিয় মানুষগুলো আকাশের চাঁদের মতই সুন্দর। আর যাদের দিকে তাকিয়ে আমরা প্রিয় মানুষকে অনুভব করতে পারি। আসলে আমরা আমাদের অনুভূতিতে অনেক কিছুই ভেবে থাকি। আমাদের প্রিয় মানুষ পাশে না থাকলেও মনে হয় চারপাশে যেন ঘিরে আছে। এই সুন্দর অনুভূতিগুলো নিয়ে আমরা আমাদের সময়টা পার করতে পারি। গোধূলির সময় মনে হয় যেন নিজের প্রিয় মানুষ আসবে, সেই অপেক্ষা করতে যেন অনেক বেশি ভালো লাগে। নিজের মাঝেই আনন্দ কাজ করে। প্রিয় মানুষের আশায় থাকা এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সবাই এই আশাতেই বেঁচে থাকতে পারে। কখনো একা বসে থাকলেও অনুভূতি কল্পনা করে বেঁচে থাকতে পারি। এটা আমাদের জন্য অনেক সুন্দর একটি চাওয়া।
" সুন্দর একটা চাঁদ "
রাতের আকাশে সুন্দর একটা চাঁদ,
আমি তাকিয়ে থাকি তার দিকে,
কারণ আমিতো জানি,
তুমি চাঁদের মত সুন্দর।
তুমি এসেছিলে এক গোধূলি বেলায়,
নাকি এসেছিলে বাতাসের সাথে,
মেঘে ঢাকা গোপন কোনো ছন্দে ,
আমি থাকি তোমার আশায় মহা আনন্দে।
তুমি কি সত্যি এসেছিলে সামনে,
নাকি স্বপ্নে গাঁথা এক কাব্য।
তবু সারাদিন তোমাকে অনুভব করি,
জানি তুমি আছো অন্য এক ব্যাখ্যায়।
তোমার জন্যই জেগে থাকে কতশত ফুল,
ফুলের মাঝে লেখা থাকে ভালোবাসা সুর।
তোমার ছায়ায় বেঁচে আছি আমি,
এই বুকে যেন বেঁধে রাখ তুমি।
তুমি আশেপাশে না থাকলেও যেন,
তবুও অনুভূতি হয়ে মিশে থাকো,
তোমার নীরবতা যেন শব্দ হয়ে বাজে,
আমার কানে মিষ্টি সুরে কন্ঠ হয়ে সাজে।
আমি লিখে রাখি অনুভূতির ছন্দ,
নেই কোন বইতে লেখা।
তবুও আকাশ জানে,
তুমি আমার হৃদয়ের আকাশের চাঁদ।

পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
লেখক | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1952928862360227938?t=PWqBigS3ZfWt1pV1DQswLw&s=19
আপনার লেখায় যেন চাঁদের আলো আর মনের গভীর ভালোবাসা এক হয়ে গেছে। প্রতিটি লাইনে ভালোবাসার এক নিঃশব্দ আরাধনা মিশে আছে, যেখানে চাঁদ শুধু আকাশের নয়, বরং হৃদয়েরও একমাত্র আলো। এমন কবিতায় মনে হয় কেউ সত্যিই কারো জন্য অপেক্ষা করে, অনুভবে বাঁচে, আর ভালোবাসাকে ছুঁয়ে দেখে প্রতিটি নিঃশ্বাসে।
আমার লেখা পুরো কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
তোমার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকো দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছো এজন্য ধন্যবাদ। তুমি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারো। আশা করছি সব সময় তোমার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।
আমি সব সময় সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য চেষ্টা করি। তোমার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে ভালো লেগেছে।
https://x.com/TASonya5/status/1953103583081361607?t=BxmOEXbmatZ8Jm8bqK_emw&s=19