নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ২৯ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ২৯ তম পর্ব শেয়ার করবো। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফ্যামিলি প্রিমিয়ার লিগ। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
অভিনয়ে | আফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে। |
রচনা ও চিত্রনাট্য | সোলায়মান |
চিত্রগ্রহণ | জহির রায়হান |
সম্পাদনা | এসে এ সুমন |
আবহ সংগীত | অংকুর মাহমুদ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, লিমন ডাকার কারণে মিনা ছাদের উপরে গিয়েছে। আর লিমন তার কাছ থেকে তার মোবাইলটা নেয়। তারপর লিমন মিনাকে বাস্তব জীবন নিয়ে অনেক কিছুই বলে। এদিকে মনির শাশুড়ি আর তার ননদ মনির উপর অনেক বেশি রেগে ছিল। আর রাজের চোখে মনিকে খারাপ বানিয়ে বাসা থেকে বের করে দেওয়ার কথা চিন্তা করে। এদিকে রাশেদ খিদার জ্বালায় পানি খাওয়ার জন্য জেনিকে ডাক দেয়।
জেনি এসে তাকে যখন পানি দেয়, তার কিছুক্ষণ পরে ওখানে রাশেদের মা আসে। তিনি আজকেও ভাত নিয়ে এসেছে নিচতলার মানুষদের কাছ থেকে। এটা দেখে যদিও তাদের অনেক বেশি কষ্ট পাচ্ছিল তবুও তাদের কিছু করার ছিল না। তারপর জেনি কাজ খোঁজার জন্য ওখান থেকে চলে যায়। অন্যদিকে মনি কান্না করতে করতে কান্না করছিল। আর তার শাশুড়ি এসে তাকে বিভিন্ন কথা শুনিয়ে দিয়ে চলে যায়।
এদিকে নীলাঞ্জনা চৌধুরী তো মিনার গান শুনে অনেক বেশি রেগে যাচ্ছিল, আর মিনা মতি ভাইয়ের নাম দিয়ে দেয়। তারপর ওখানে মতি আসে। তারপর নীলাঞ্জনা চৌধুরী তাকেও বিভিন্ন কথা শোনায়। অন্যদিকে জেনি রাস্তায় বের হয়ে বিভিন্ন কাজ খুঁজতে থাকে। আর সে লেবারের কাজ পেয়ে যায়। এদিকে শাওন আর ডাক্তার যখন তাদের রাস্তায় তাদের ব্যবসা করছিল ওখানে একটা মহিলা আসে।
আর শাওন সেই মহিলার হাত ধরে বিভিন্ন কথা বলতে থাকে চোখ বন্ধ করে। তারপর মহিলাটা নিজের মুখোশ খুলে। দেখা যায় সে হচ্ছে শাওনের বউ। আর শাওনের বউ তাকে টেনে বাসায় নিয়ে যায়। অন্যদিকে জেনি যখন কাজ করছিল তখন এখানকার একজন লোক তাকে খারাপ দৃষ্টিতে দেখছিল। এদিকে মনি যখন সব কাজ শেষ করে একটু রেস্ট করতে আসে তখনই তার শাশুড়ি তাকে অনেকগুলো জামা কাপড় দোয়ার জন্য দিয়ে যায়।
অন্যদিকে কাজ শেষ হওয়ার পর জেনি সবার মত করে টাকা নিতে আসে। আর লোকটা তাকে টাকা দেয়। আর তাকে কালকে সকাল সকাল চলে আসার জন্য বলে। তারপর জেনি বাসায় ফেরার সময় কিছু শাকসবজি কিনে নেয়। তারপরে সে বাসায় এসে রাইসার হাতে বাজারের ব্যাগ দিয়ে মাথা ঘুরে পড়ে যায়। তারপর তার শাশুড়ি আর রাইসা তাকে ঘরে নিয়ে যায় ধরে। এদিকে মিনা মোবাইল বের করে টিক টক করতে থাকে। তারপর মনির শাশুড়িকে দেখতে পাই ডাক্তার কে বাজারে পাঠায় দোলার সাথে। তাদের সঙ্গে শাওন যেতে চাইলে তিনি তাকে যেতে দেন না ।
ব্যক্তিগত মতামত
আজকের এই পর্বটা অন্য সবগুলো পর্বের মতো অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার কাছে তো খুব ভালো লেগেছে আজকের পর্বটা। এই পর্বে আমরা দেখতে পাই রাশেদের মা অন্য ফ্ল্যাটের মানুষের কাছ থেকে ভাত নিয়ে আসে। যেটা দেখে জেনি অনেক বেশি কষ্ট হয়। এইজন্য সে আবারো কাজ খুঁজতে বের হয়ে যায়। তারপর সে একটা লেবারের কাজ পায়। যেখান থেকে কিছু টাকা পেলে বাজার করে নিয়ে আসে। কিন্তু বাসায় এসে অজ্ঞান হয়ে যায়, কারণ সারাদিন কিছু খায়নি। অন্যদিকে মনি তার শ্বশুরবাড়িতে অনেক বেশি কষ্টে রয়েছে। তাকে এক মিনিট রেস্ট করতেও দিচ্ছে না তার শাশুড়ি। সব সময় বিভিন্ন কাজের মধ্যে রাখে। এখন দেখা যাক পরবর্তী পর্বগুলোতে কি হতে চলেছে। আমি চেষ্টা করবো পরবর্তী পর্বের রিভিউ খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য। আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
এই নাটকটি আমার আগে দেখা হয়েছে। নাটকটি দেখে আমার কাছে ভালই লেগেছে। আজ আবার আপনার রিভিউয়ের মাধ্যমে দেখে ভালো লাগলো। এই নাটকগুলো সবাই মিলে একসাথে দেখার মজাই আলাদা। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
নাটকটা আপনি আগে দেখেছেন শুনে ভালো লাগলো।
এই নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমি চেষ্টা করেছি সুন্দর করে পুরো নাটকটার রিভিউ শেয়ার করার জন্য।