"রঙে রঙে সাজানো আমার কল্পনার জগত!"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। অনেকদিন পর যখন নিজের গ্যালারিতে দেখছিলাম, পেইন্টিংয়ের এই ছবিগুলো হঠাৎ করে চোখের সামনে আসলো। এই ছবিগুলো দেখে অনেকটা অনেক বেশি ভালো লাগলো। এই ছবিগুলোর পেছনে অনেকগুলো স্মৃতি রয়েছে। যদিও এই পেইন্টিং গুলো একটাও আমার নিজের কাছে নেই। আমার কিছু প্রিয় মানুষদেরকে এগুলো গিফট করেছিলাম।
যারা দেখবেন তারা হয়তো বা বুঝতে পারবেন। তারাও আমার বাংলা ব্লগের সদস্য। যখন আমি অনেকগুলো পেইন্টিং এরকম করে ছবি তুলেছিলাম, তখন সত্যিই নিজের মাঝে অনেক ভালো লাগা কাজ করেছে। যেটা হয়তোবা অন্য কাজের মধ্যে পাওয়া যাবে না। নিজের এই কাজগুলো দেখলে। মনে হয় রং তুলির মাধ্যমে কত কিছুই না ফুটিয়ে তোলা সম্ভব। শুধুমাত্র চোখ দিয়ে দেখলেই যেন শান্তি কাজ করে নিজের মাঝে। আর এটা আমার জন্য অনেক ভালোলাগার একটা বিষয়। যেটা হয়তোবা অন্য কোন কাজের মাধ্যমে অনুভব করতে পারবো না।
আমি আমার এই কাজটাকে অনেক বেশি পছন্দ করি। যদিও একটা পেইন্টিং করতে আমি প্রায় অনেক সময় নিয়ে পেইন্টিং গুলো করি, কিন্তু যখন পুরোটা কমপ্লিট করি তখন আমার পরিশ্রম হলেও অনেক বেশি ভালো লাগা কাজ করে। এই একটা পেইন্টিং যেন এক একটা সুন্দর স্মৃতি। যেটা আমি অনুভব করতে পারি। ভালোলাগার সুন্দর এক অনুভূতি। আমি মনে করি মন খারাপ থাকলেও এইরকম দৃশ্যগুলো যখন চোখের সামনে দেখতে পাই তখন মনটা ভালো হয়ে যায়। আর এর মতো সুন্দর অনুভূতি হয়তো বা আর কিছুই হয় না।
তাই অনেকদিন পরে নিজেরই ছবিগুলো চোখে পড়াতে ভীষণ ভালো লাগলো। তাই জন্য ভেবেছি আপনাদের মাঝে নিজের কিছুটা অনুভূতি শেয়ার করে। এখানে এক একটা বিল্ডিং এর মধ্যে আমি বিভিন্ন ধরনের দৃশ্যগুলো উপস্থাপন করেছি। সেগুলো সবগুলো যেন এক একটা রঙে রঙে রাঙানো সুন্দর শিল্পকর্ম। আসলে মানুষের কল্পনার জগতে যেমন সুন্দর দৃশ্যগুলো থাকে, সেগুলো ফুটিয়ে তোলা একমাত্র পেইন্টিং এর মাধ্যমেই সম্ভব। যেটা মানুষের বাস্তবের জীবনকে আরো অসাধারণ করে তোলে।
পেইন্টিং দেখে মনে হচ্ছে, শুধুই রং তুলির একটা মেলা, তবে আমি মনে করি এই ছবিগুলোতে নিজের অনেক মুহূর্তগুলো জড়িয়ে আছে। একটা পেইন্টিং আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা ভাবে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। যেটা হয়তোবা কখনোই অনুভব করা সম্ভব নয়। একেকজনের আলাদা আলাদা ভালো লাগার কাজ রয়েছে, তবে আমার এই ভালো লাগাটা তৈরি হয়েছে আমার বাংলা ব্লগে আসার পর থেকে। হ্যাঁ এর আগে থেকেও আমি বিভিন্ন ধরনের আর্ট করতে পছন্দ করতাম। কিন্তু পেইন্টিং করা শুরু করি, স্টিমেট প্ল্যাটফর্মে আসার পর থেকে।
যেটা আমাকে নিয়ে এসেছে অনেক দূর পর্যন্ত। আর আমি মনে করি এই শিল্পকর্ম আমার জীবনের সবথেকে সুন্দর একটা কাজ। যেটা হয়তোবা আমি কখনোই অন্য কোন কিছু দিয়ে পেতাম না। এই জন্য এই কাজটা আমার অনেক বেশি ভালোলাগার। হ্যাঁ এগুলো দিয়ে আমি এই প্লাটফর্মে টাকা ইনকামও করেছি, কিন্তু আবার এই কাজটা করলে নিজের মাঝে ভালো একটা অনুভূতির সৃষ্টি হয়। হয়তোবা অন্য কিছুর মাধ্যমে পেতাম না। আর আমার এই কাজগুলো অনেকেই খুব পছন্দ করে। তাদের কাছে আমার কাজটা পৌঁছাতে পেরে আমি অনেক খুশি। আশা করি আজকেও এই ছবিগুলো দেখে আপনাদের ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1951493763387498659?t=2Sf-YbfzsGZVS4rUWqbMrQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Brother, your printings are very beautiful. Thank you for giving me such beautiful printing pictures.
আপু আপনার চমৎকার পেইন্টিং গুলো একসাথে দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে। আপনি অনেক ভালো পেইন্টিং করেন। একেবারে প্রফেশনাল আর্টিস্টের মত।
পেইন্টিং গুলো দেখে আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।