কবিতা আবৃত্তি || স্বরচিত কবিতা : " ওগো প্রিয়তম, "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে আসলাম। কবিতাটা আমার নিজের লেখা। আমি প্রায় অনেকদিন ধরে কবিতা লিখেছিলাম। আসলে কবিতা লেখা আমার কাছে যেমন কঠিন আবৃতি করা তার চেয়েও ভীষণ কঠিন। জানিনা কেমন হয়েছে অবশ্যই ভালো হয়নি কিন্তু তারপরেও চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার। আশা করি আমার আজকের কবিতা আবৃত্তি আপনাদের ভালো লাগবে।
কবিতা আবৃত্তি সম্পর্কে কিছু কথা
তখন কাউকে ভালো লাগে তখনই শুধু তাকে প্রিয়তম মনে হয়। বিশেষ করে তার জন্য অপেক্ষা করি। সেই অপেক্ষার যেন শেষ হয় না। ফুলের মালা হাতে নিয়ে বসে থাকি ওই মানুষটা কখন আসবে। যখন কাউকে ভালো লাগে, তখন যেন সবকিছুতে ওকেই দেখতে পাই। ঘরে বসে সারাক্ষণ অপেক্ষা করি কখন আসবে। আসলে কি আসবে নাকি আসবে না। মনের মাঝে কথা ধরনের ভাবনা তৈরি হয়। আর এইসব ভাবনাগুলো নিয়ে পুরো কবিতাটা লেখার চেষ্টা করলাম। আসলে নিজের প্রিয়তম মনের ভাব প্রকাশ করেছি এই কবিতার মাধ্যমে।
কবিতার কিছু তথ্য
কবিতা | ওগো প্রিয়তম, |
---|---|
আবৃত্তিতে | তাসলিমা আক্তার সনিয়া @tasonya |
লেখা | @tasonya |
এডিট | @tasonya |
আমার কবিতা আবৃত্তির ভিডিও লিংক
কবিতার লিরিক্স
ওগো প্রিয়তম,
তুমি কি আমায় নিয়ে ভাবো?
শুধু তোমারই অপেক্ষায় থাকি
হাতে নিয়ে ফুলের মালা।
আসবে কি তুমি?
ধরা দেবে কি আমার কাছে?
উজাড় করে দেবে কি ভালোবাসা।
তোমাকে নিয়েই আমার সকল আশা।
ওগো প্রিয়তম,
সাজিয়ে রেখেছি কৃষ্ণচূড়া ফুলের মালা।
তুমি কি নেবে না বল?
ফিরিয়ে দিবে কি আমায়।
রাগ করেছো কি তুমি?
নিতে চাও কি বদলা।
কি দোষ করেছি আমি?
চাই শুধু তোমাদের সাথে থাকতে।
ওগো প্রিয়তম,
ফিরে আসো আমার কাছে
আলো দিয়ে ঘর সাজিয়ে রেখেছি।
দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়।
আসবে কি ফিরে তুমি?
শেষ হবে কি অপেক্ষার প্রহর?
নাকি ভাসিয়ে দিয়েছো আমায়।
শুধুই দুঃখের সাগরে।

পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
লেখক | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://twitter.com/TASonya5/status/1634244811522973696?t=cjg2EbY1JJxqw_yGp4DR6Q&s=19
ঠিক বলেছেন আপু ভিন্ন ভিন্ন পোস্ট করলে নিজের কাছে যেমন ভালো লাগে তেমনি সবার কাছেও অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি সব সময় একরকম পোস্ট না করে প্রতিদিন এক এক রকম পোস্ট করার জন্য ।যাই হোক আজ আপনি আপনার নিজের লেখা কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতা লেখা যতটা কঠিন আবৃত্তি করা তার চেয়েও বেশি কঠিন। আমি ভালো কবিতা আবৃতি করতে পারিনা, তার জন্য কখনো আবৃত্তি করা হয় না। তবে আপনাদের কবিতা আবৃতি শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর একটি কবিতা আবৃতি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের লেখা কবিতা এত সুন্দর ভাবে আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার প্রিয়তমা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি যখন কেউ প্রেমে পড়ে তখন সে প্রেম ছাড়া কিছুই দেখে না।আসলে আপু আপনি ভিন্ন ধরনের পোস্ট করেন জেনে অনেক ভালো লাগল। প্রতিটি লাইনে অনেক সুন্দর হয়েছে। আসলে ফুলের মালা হাতে করে বসে থাকতে হয় প্রিয়জনের জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।
আবৃত্তি করতে অনেক কষ্ট হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই বেশ কঠিন তারপরেও চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার স্বরচিত কবিতা ওগো প্রিয়তম পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কবিতাটি পড়েছি আর নিজে নিজে কল্পনা করেছি। কবিতার অর্থ শব্দ বুঝতে খুবই সহজ হয়েছে। ধন্যবাদ আপু
আপনার কাছে পড়ে ভাল লেগেছে এটা শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার প্রিয়তমা কবিতা পড়ে অনেক ভালো লাগল।আসলে যখন কেউ প্রেমে পড়ে তখন তাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না।কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। আপনি সপ্তাহে ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করেন জেনে ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
কবিতার প্রতিটা লাইন আপনার ভালো লেগেছে এটা শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রিয়তমাকে কেন্দ্র করে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলেই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষা গুলো ছিল অসাধারণ।
লিখেছি কিন্তু আবৃত্তি ও করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
খুবই চমৎকার একটি কবিতা আবৃত্তি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এটা জেনে খুবই ভালো লাগছে যে আপনি নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। নিজের লেখা কবিতা আবৃত্তি করে শুনতে খুবই ভালো লাগে যদিও আমি কখনো নিজের লেখা কোন কবিতা আবৃত্তি করিনি। এত চমৎকার একটি আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি নিজের লেখা কবিতা আবৃত্তি করার। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি খুব চমৎকার ভাবে ওগো প্রিয়তমা কবিতাটি লিখেছেন এবং আবৃত্তি করেছেন। কবিতাটি আপনার কণ্ঠে শুনে খুব ভালো লাগলো। আসলে ঠিক বলেছেন প্রিয়জনের জন্য সবাই অপেক্ষা করে। আপনি নিজের অনুভূতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে কবিতাটি শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ার জন্য এবং আবৃত্তির জন্য অনেক ধন্যবাদ।
ওয়াও অসাধারণ আপনি ওগো প্রিয়তমা কবিতাটি লিখেছেন। আপনার নিজের কন্ঠে কবিতাটি শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আর আপনার কবিতাগুলো আমার কাছে এমনি অনেক ভালো লাগে। আপনার প্রিয়তমাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কবিতাটি আবৃত্তি করে আমার নিজেরও ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।