নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ২৮ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ২৮ তম পর্ব শেয়ার করবো। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফ্যামিলি প্রিমিয়ার লিগ। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
অভিনয়ে | আফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে। |
রচনা ও চিত্রনাট্য | সোলায়মান |
চিত্রগ্রহণ | জহির রায়হান |
সম্পাদনা | এসে এ সুমন |
আবহ সংগীত | অংকুর মাহমুদ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বে আমরা দেখতে পাই, জেনি যখন গোল্ড মেডেল নিয়ে বাসা থেকে বের হচ্ছিল, তখনই তার মা দেখে ফেলে। আর তাকে বিভিন্ন কথা বলতে থাকে। তারপর নীলাঞ্জনা চৌধুরী জোর করে জেনির কাছ থেকে মেডেল টা নিয়ে নেয়। আর তাকে বাসায় ফিরে আসার জন্য বলে। কিন্তু জেনি ওখান থেকে চলে যায়। এদিকে লিমন রাশেদের কাছে যায়, আর ভালো আছে কিনা জিজ্ঞেস করে। তারপর জেনির বিষয়ে জিজ্ঞেস করে। তারপর কিছুক্ষণ কথা বলে লিমন রাশেদের কাছ থেকে বিদায় জানিয়ে চলে যায়।
আর যাওয়ার সময় রাইসাকে বলে যেন তার উপর রাগ করে না থাকে। কারণ সে তাকে অনেক ভালোবাসে। লিমনের এসব কথা শুনে রাইসা ও অনেক বেশি কষ্ট পায় আর কান্না করতে থাকে। এদিকে মনি যখন রান্না করছিল, তখন তার শাশুড়ি তাকে ডেকে বিভিন্ন কথা বলতে থাকে। আর বলে ওনার ছোট ছেলে লন্ডন থেকে আসছে, যেন খাবারের আয়োজন ভালো ভাবে করে। এদিকে রাফি তার মামাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার সময় বলে একটা হিসেবে গরমিল রয়েছে 50 হাজার।
কিন্তু তার মামা এটা এড়িয়ে চলে যায়। রাফি হিসাব ধরার কারণে তার মামা তাকে বের করে দেওয়ার চিন্তা করে। তারপর মনি তার শশুরের জন্য চা নিয়ে আসে, আর তার শশুর তার জন্য অনেক বেশি কষ্ট পায়। আর তাকে সাবধানে থাকার জন্য বলে। এদিকে জেনি বাসা থেকে আসার পর রাশেদ তাকে সবকিছু জিজ্ঞেস করতে থাকে। তারপর ওখানে রাশেদের মা আসে ভাত নিয়ে। তিনি পাশের ফ্ল্যাট থেকে ভাত নিয়ে এসেছে যা দেখে ওরা অনেক কষ্ট পায়।
এদিকে দোলা আর মনি সবকিছু রান্না করছিল। তখনই মনির ননদ এসে তার কাপড় আয়রন করে দেওয়ার জন্য বলে। তখন মনি কাপড় আয়রন করার জন্য চলে যায়। এদিকে মিনা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সেলফি তুলছিল তখন দারোয়ান ওখানে চলে আসে। তার জন্য চিপস নিয়ে আসে। এদিকে জেনি বাসার পুরাতন জিনিসপত্র বিক্রি করতে চাইলে বাড়িওয়ালা তাকে বিক্রি করতে দেয় না। এদিকে মনির দেবর চলে আসে বাসায়।
আর সবাই তো অনেক বেশি খুশি হয় তাকে দেখে। এদিকে মিনা তার খালুর কাছে এসে তাকে গান শোনায়। তারপর জেনির কথাও বলে। এসব কিছু শুনে তিনি অনেক বেশি কষ্ট পায়। মনির শশুর বাড়ির সবাই যখন রাতে খাবার খেতে বসেছিল, তখন তার শাশুড়ি আর ননদ তাকে বিভিন্ন কথা শোনায় রান্না নিয়ে। এদিকে রাতের বেলায় লিমন ছাদে রাইসার কথা ভাবছিল। আর বাসায় বসে বসে মিনা লিমনের কথা ভাবছিল। তারপর তাকে একটা ফোন দেয়। তারপর লিমন তাকে ছাদে আসার জন্য বলে। তখনই এই পর্ব টা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
এই নাটকের অন্য সবগুলো পর্বের মতো আজকের পর্ব টাও খুব সুন্দর হয়েছে। আমার কাছে তো দেখতে খুব ভালো লেগেছে। আজকের পর্বে আমরা দেখতে পাই, জেনি যখন গোল্ড মেডেল নিয়ে তার বাসা থেকে বের হচ্ছিল, তখন তার মা জোর করে তার কাছ থেকে মেডেলটা ছিনিয়ে নেয়। অন্যদিকে মনির শশুর বাড়িতে তার দেবর এসেছে। যার কারণে তার শাশুড়ি তাকে দিয়ে আরো অনেক বেশি কাজ করিয়েছে। অনেক রকমের রান্না করিয়েছে। কিন্তু খাবার খাওয়ার সময় তাকে বিভিন্ন কথা শোনায় রান্না নিয়ে। এদিকে আবার রাফিদের ব্যবসায় তার মামা ঢোকার পর হিসেবে অনেক বেশি গরমিল হচ্ছে। যেটা রাফি ধরে ফেলেছে। কিন্তু তার মামা বিষয়টা এড়িয়ে গিয়েছে। আর তাকে ব্যবসা থেকে বের করার চিন্তা করেছে। এই নাটকের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই লিমন মিনাকে ছাদের উপর ডেকেছে। এখন দেখা যাক কি হয় পরবর্তীতে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের রিভিউ শেয়ার করার জন্য।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1965996448237105224?t=CFafUjRMV5GZKTzzUa57hg&s=19
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
ফ্যামিলি প্রিমিয়ার লিগ নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লেগেছে। পর্ব নাটক দেখতে খুবই ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।
এই নাটকের সবগুলো পর্ব অনেক সুন্দর।