You are viewing a single comment's thread from:

RE: সুন্দরবন ভ্রমণ( অষ্ঠম পর্ব)।

in আমার বাংলা ব্লগ3 years ago

কি বলছেন ভাইয়া পাঁচ বছর পর্যন্ত একটা মালা কিনে সেটা সযত্নে রেখে দিয়েছেন দেওয়ার মতো কাউকে পাননি। আমি তো জানতে পারলাম আপনার জীবনে কেউ তো একজন এসেছে। যাইহোক বিষয়টা বেশ ভালো লাগলো। তারপর দেখলাম আবার শুটকি কিনতে গিয়েছেন। সামুদ্রিক এলাকায় শুটকি প্রচলন একটু বেশি থাকে। কিন্তু আপনি তো শুটকি কিনলেন না শুধুমাত্র আপনার বন্ধু কিনলো। আপনার বন্ধু আবার একটা ছুরিও কিনেছে। আসলে এরকম জায়গায় গেলে সত্যিই অনেক কিছুই কেনা যায়। আপনার এই পর্বটাও বেশ ভালো লাগলো।

Sort:  
 3 years ago 

এসেছে আপু কিন্তু উপহার দেওয়ার পর্যায়ে এখনো যায় নি। গেলে অবশ‍্যই দেব। ধন্যবাদ আপনাকে আপু।।