আসলে আমরা আগে থেকে করি একটা প্ল্যান করে দেখা যায় হয় আরেকটা। এই জন্য আপনাদের প্ল্যান মাপিক কিছুই হলো না। তার উপরে যেখানে গেলেন সেখানে কোন ভাতের হোটেল নেই। অবশ্য প্রতিদিন হোটেলে খাওয়াটাও স্বাস্থ্যকর নয়। বাড়িওয়ালা আপনাদের জন্য বেশ ভালো একটি ব্যবস্থা করেছে একটা বুয়ার যোগাড় করে। অবশ্য অনেক ব্যাচেলর নিজে নিজে রান্না করতে জানে আপনারা তো জানেন না । তার উপরে আবার বলছেন ঠিকমতো বাজারও করতে পারেন না। কিন্তু দেখছি সব কিছুই কিনে নিলেন। অবশেষে ১৫ দিন নিশ্চিন্ত থাকা যাবে। তার সাথে একটু শাকসবজি কিনলেও পারতেন।
হ্যা আপু,বাস্তব জীবনে কিন্তু এমনটাই ঘটে। যত প্ল্যান এই করি না কেনো করার সময় উল্টা হয়ে যায়।তবে এখন অবশ্য সবকিছু ঠিকঠাক হচ্ছে,এখন দেখা যাক কতদিন চলে এরকম।