আসলে কোথাও যাওয়ার কথা উঠলে কি পড়বো এটা নিয়ে আমাদেরও চিন্তা করতে হয়। শাড়ি পড়ে আপনাকে ভীষণ মিষ্টি লাগছিল। আর কালো কালার আমার ভীষণ পছন্দের। বর্তমানে প্রায় অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে বাচ্চাদের প্লে গ্রাউন্ড দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টে খাওয়া যেমন হয়, তেমনি বাচ্চারা একটু আনন্দ ও করতে পারে। কুহু দেখছি ভীষণ আনন্দ করছে।
ধন্যবাদ আপু। কালো কালার আপনার পচ্ছন্দের কালার জেনে ভালো লাগলো। আসলে কালো আমার ও অনেক প্রিয় একটা রং।সেদিন কি পড়বো ভাবতে ভাবতে মনে হলো যে আজকের আবহাওয়ার সাথে কালো শাড়ি টি বেশ মানাবে।তাই শাড়ি টি পড়ে ফেললাম।আর যেহেতু রেস্টুরেন্টটিতে প্লে গ্রাউন্ড ছিল তাই আপনি ঠিকই বলেছেন খাওয়া যেমন হয়েছে তেমনি কুহু ও বেশ আনন্দ পেয়েছে।