দিলখুশ পানের নাম এই প্রথমবার শুনলাম। আসলে আপনার বোনেদের মত আমিও পান খেতে একদমই পছন্দ করি না। একবার কক্সবাজার গিয়েছিলাম তখন মহেশখালীতে এরকম মিষ্টি পানের অনেক দোকান দেখেছিলাম। সবাই খেয়েছে কিন্তু আমি খাইনি। তবে আপনি তো দেখছি বোনেদেরকে খাইয়ে ছাড়লেন। তাছাড়া ফটোগ্রাফি গুলো দেখে আমি ভেবেছিলাম কেক, আইসক্রিম এরকম দেখতে লাগছিল। তার মানে বুঝতে পেরেছি ভীষণ মজার ছিল।
আমার মনে হয় দোকানদার মজা করেই ঐ নামটা বলছে আপু। বেশ রসিক মানুষ ছিলেন। খুব চমৎকার মন্তব্য করেছেন আপু। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।