You are viewing a single comment's thread from:

RE: আমার লেখা কবিতা "মাকে দিয়েছি লাল সবুজ" (Poem my writing "I gave my mother red and green")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

এরকম একটি টপিক নিয়ে কবিতা লিখলে কার কাছেই না ভালো লাগবে। আমার কাছে তো সত্যি ভীষণ ভালো লেগেছে আজকের আপনার এই কবিতাটি পড়ে।

মা মাগো!
বলতেই যেন একরাশ সুখে ধন্য এই মন
জানিনা এই স্বাধীনতা এনে দিতে ঘাতকের রোষানলে
আমার ভাইয়ের লেগেছে কেমন?
রাজপথে আন্দোলিত বাংলা ছেলের সুর,
সমতানে গেয়েছে বীর বাঙালি

একেকটি লাইন একেবারে মন ছোঁয়া ছিল বলতে হয়। খুবই সুন্দর ভাবে তুলে ধরলেন প্রত্যেকটি লাইন এবং বিষয়।