You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- উদারা ( সিজন ২- চতুর্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

রুদ্রবীনার অভিশাপ ওয়েব সিরিজটির প্রথম পর্ব আমি পড়েছিলাম দাদা। আজকে দ্বিতীয় পর্ব পড়তে পেরে ভালো লাগলো। কেদারা ভালই করেছিল পাঁচজন শিশুকে লুকিয়ে নিয়ে এসে। আমি আসলে উদারা ব্যাপারটা বুঝতে পারছিলাম না আপনার মতামত পড়ে বুঝলাম। তবে হিন্টস মিলানো কঠিন কাজ। যদি স্বরলিপির কোড গুলো মেলাতে পারে তাহলে মনে হয় কিছুটা রহস্য বের হবে। গৌরাঙ্গ লোকটি রুদ্রপুরের সাথে থাকলেও বিক্রমদের সাথে আছে এতে কি ক্ষতি না ভালো বুঝতে পারলাম না। বিক্রম আর শ্রুতি তো গেল মিউজিকাল ইনস্টিটিউটে দেখা যাক এবার কি হয়। মনে হচ্ছে এবার রহস্যের কিছুটা উদঘাটন হবে। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।