এই গল্পটি তো দেখছি খুবই অদ্ভুত। আমি এই গল্পটির মাঝখানে এক পর্ব নাকি দুই পর্ব পড়ি নাই মনে হয়। আসলে এই বিষয়টি কিন্তু খুবই অদ্ভুত হারান তো মারা গিয়েছিল তাহলে পরে সে কিভাবে ফিরে এসেছে। তারপরে ৪০ টি ধানের গোলার মধ্যে আগুন লেগেছিল অন্য কিছু ছাড়া। যখন ৪০টি ধানের গোলা পুড়ে যায় এরপর আগুন নিভে যায় এগুলো কিন্তু সত্যি খুবই অদ্ভুত ঘটনা। অভিশাপ এই গল্পটি কিন্তু বেশ ভালোই লাগছে পড়তে আমার কাছে। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম তাহলে।