আরে আপনি তো দেখছি রয় সজীব ভাইয়ার সাথে দেখা করে ফেলেছেন। আপনার আচার তৈরির রেসিপি দেখে উনি বলেছিল উনিও খেতে চান। আপনার সাথে যখন ওনার দেখা হয়েছে তখন আপনি ওনার জন্য আচার নিয়ে গিয়েছিলেন। ওনার ছবি দেখে বুঝতে পারছি আসার পেয়ে অনেক খুশি হয়েছে। আসলে উনি খুবই মিশু এবং হাসিখুশি এটা ওনাকে দেখলেই বোঝা যায়। ভালো লাগলো আপনার সম্পূর্ণ পোস্টটা পড়ে। খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন দেখে বুঝতে পারছি। আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লেগেছে।
ঠিক বলেছেন আপু ডিসকর্ড এ যেমন মিশুক সামনাসামনিও তেমনি হাসিখুশি মিশুক। খুব ভালো লাগছে দেখা করে ভাইয়ের সঙ্গে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।