আমি আপনাকে কোন কথাটা বললে ভালো হবে আমি তো তা ই বুঝতে পারতেছি না। এরকম মর্মান্তিক ঘটনার কথা শুনে সত্যি চোখের জল আর ধরে রাখতে পারিনি ভাইয়া। এরকম মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না। তাদের পরিবারের অবস্থা কিরকম আমি তো তা ভাবছি। এরকম একটা অবস্থাতে যেন তাদের ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করে আল্লাহ তা'আলা, এটাই কামনা করি ভাইয়া। আর তারা দুজন যেন জান্নাত বাসী হয় এটাই দোয়া করি।