আমার তো মনে হচ্ছে বিড়ালটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আর সে একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছে পড়তে পড়তে। মনে হচ্ছে অনেক গভীর ঘুমে আক্রান্ত সে। অনেক সুন্দর হয়েছে আপনার করা এই পেন্সিল আর্ট। এরকম আর্ট গুলো দেখতে এবং করতে আমি খুবই পছন্দ করি। যদিও এখন পেন্সিল আর্ট একেবারেই করা হয় না আমার। এত সুন্দর করে দক্ষতার সাথে আর্টটি করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
আপু আমরাও সারাদিন খেলা করার পরে যখন পড়ার টেবিলে বসি, তখন ওখানে ঘুমিয়ে পড়ি। বিড়াল তো তেমন পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। এই বেড়ালটি আমাদের মধ্যে ফাঁকিবাজ। 😄