You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: স্কাইস্ক্র্যাপার

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

দাদা আমি তো এমন মনোযোগ দিয়ে মুভিটার রিভিউ পড়ছিলাম যেন মুভির ভিতরেই আমি ঢুকে গিয়েছি। উইল এর এরকম সাহস দেখে আমি তো একেবারে অবাক। আমি নিজেই অনেক ভয় পেয়ে গিয়েছি এই বিষয়টা পড়ে। কন্টেইনারের মেশিনে উপরে উঠতে ব্যর্থ হওয়ার কারণে সে লাফ দিয়েছিল। আসলে তখন তার মাথায় ছিল তার পরিবারকে এবং অন্য সব মানুষদেরকে বাঁচানো। সবাইকে বাঁচানোর চিন্তা করে সে নিজের জীবনকে বাজি রেখেছিল এখানে। কিন্তু অবশেষে উইল সফল হয়েছিল, এই বিষয়টা জেনে আমার অনেক বেশি আনন্দ হচ্ছে। আসলে আমি মুভি তেমন একটা দেখি না। যদিও আগে মুভি দেখা হতো প্রচুর পরিমাণে। এখন মুভি দেখার মত সময় হয়ে উঠে না কারণ মুভি গুলো দেখতে অনেক সময় লাগে। তবে আপনার রিভিউ পোষ্টের মাধ্যমে স্কাইস্ক্র্যাপার মুভিটার রিভিউ বেশ ভালোই উপভোগ করেছি। এই মুভিটার মধ্যে অ্যাকশন এবং থ্রিলার দুটোই ছিল। যার কারনে আরো বেশি ভালো লেগেছে মুভির রিভিউটা পড়তে। আমি তো সময় পাওয়ার সাথে সাথেই চেষ্টা করব এই মুভিটা দেখার। ধন্যবাদ দাদা। এত সুন্দর একটা মুভির রিভিউ সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।