RE: 'গোকু' কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা আপনি তো দেখছি গতকালকে গোকু এর একটা চিত্র দেখে চিত্রটা অঙ্কন করতে বসে পড়েছিলেন। গোকু কার্টুনটি আমি আগে দেখতাম মাঝে মাঝে। যদিও এরকম কার্টুন গুলোর প্রতি আমার আকর্ষণ তেমন একটা ছিল না, তবে মাঝে মাঝে ছোটরা দেখার সময় এমনিতেই দেখতাম। এই কার্টুনটির নাম যে গোকু এটা জানতাম না। আপনি কালারটাও অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দাদা। দাদা আপনার করা এরকম আর্ট গুলো দেখলে সত্যি আমি তো চোখ ফেরাতে পারি না। ওর চুল গুলো দেখছি অনেক সুন্দর করে কালার করলেন। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আর্টটি সম্পূর্ণ করেছেন। সব মিলিয়ে আপনার আর্টের দিকে আমি এক নজরে তাকিয়ে ছিলাম। অসম্ভব সুন্দর হয়েছে আপনার করা এই সম্পূর্ণ চিত্রাংকন টি। যে কেউ দেখলে সত্যি অনেক বেশি মুগ্ধ হবে দাদা। তবে দাদা এটা বলতেই হচ্ছে, আপনার আর্টের হাত কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। আপনি প্রত্যেকটা কাজ অনেক সুন্দর ভাবে করার চেষ্টা করেন এই বিষয়টা আমার খুব ভালো লাগে। সত্যি দাদা আপনার দক্ষতার প্রশংসা যত করব আমার মনে হয় ততই কম হবে। এরকম আর্ট পরবর্তীতে ও দেখতে চাই।