বর্ষাকাল কবিতাটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আসলে পূর্বের বর্ষাকাল যেমন ছিল এখন তো তার মত কিছুই হয়নি। আপনি পূর্বের বর্ষাকাল নিয়ে আজকের এই কবিতাটা লিখেছেন জেনে ভালো লাগলো। আসলে এরকমটা টপিক নিয়ে যদি কবিতা লেখা হয় তখন খুবই ভালো লাগে পড়তে। এক কথায় অসাধারণ ছিল আপনার লেখা আজকের এই বর্ষাকাল কবিতাটা।
আসলে পূর্বের ঋতুগুলো সবই এখন চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের তা আর সময় হচ্ছে না।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।