You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার (সিজন ১: পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগlast year

দাদা আমার কাছে কারাগার ওয়েব সিরিজের তৃতীয় পর্ব পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে এই ওয়েব সিরিজের পর্ব গুলোর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথম দুই পর্বের মতো তিন নাম্বার পর্বটা রিভিউ সুন্দর করে লিখেছেন আপনি। আর দেখছি এই পর্বের নাম ছিল "লাইফ এন্ড ডেথ"। দেখতে দেখতে কিন্তু এই ওয়েব সিরিজের পর্বগুলো আরো বেশি রহস্যজনক হয়ে যাচ্ছে দাদা। যদিও মেয়েটা একেবারে এক্সপার্ট না, তবুও তাকে নিয়ে আসা হয়েছিল কথা বলার জন্য। এই লোকটা তো দেখলাম ২৫০ বছর আগের কথা বলতেছে। সে যদি ২৫০ বছর আগের কথা বলে তাহলে তো লোকটার বয়স কত হবে। আর এতদিন একটা মানুষ কিভাবেই বা বাঁচবে। তাও আবার বলছিল মীরজাফর কে খুন করে সে জেলে এসেছে। আস্তে আস্তে রহস্য গভীরে যাচ্ছে দাদা। এখন তার এরকম কথা শুনে তো সবাই অবাক হচ্ছে ঠিক, এটাই দেখতে হবে যে লোকটা কথাগুলো সত্য বলছে কিনা। যদিও মনে হয় না সত্য বলছে বলে কারণ এত বছর কেউ বেঁচে থাকবে না। দেখা যাক পরের পর্বগুলোতে কি হতে চলেছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি খুব শীঘ্রই আপনি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন। অসংখ্য ধন্যবাদ দাদা।