দাদা আমার কাছে আপনার প্রত্যেকটা মুভির রিভিউ সব সময় খুব ভালো লাগে। আর আমি মুভি গুলোর রিভিউ পোস্ট পড়ার চেষ্টা করি। কারণ সময়ের কারণে মুভি খুব একটা দেখা হয় না আমার। তাই রিভিউ পোস্ট পড়ার চেষ্টা করি। কারণ রিভিউ পোস্ট পড়লে মুভি আর দেখাই লাগেনা। দাদা আপনি আজকে অনেক সুন্দর করে হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোনের সুন্দর একটা মুভির রিভিউ শেয়ার করেছেন। যুদ্ধের মতোই এই মুভিটার কাহিনী ছিল। কাশ্মীর দখল নিয়েই পুরোটা হয়েছে দেখছি এখানে। পাকিস্তান বেআইনিভাবে কাশ্মীর দখল করার চেষ্টা করছে। যদিও সম্পূর্ণ কাশ্মীর ছিলই ভারতের ভিতর। আসলে বেশি সময়ের জন্য এত কিছু মেনে নেওয়া সম্ভব হয় না, আর তেমনি ইন্ডিয়া ও মেনে নিতে পারেনি শেষ পর্যন্ত তারাও যুদ্ধে নেমেছিল। বড় পর্দায় কখনো মুভি দেখা হয়নি আমার। এমনিতেই মুভি থাকা হয়েছে অনেকবার। বুঝতেই পারছি বড় পর্দায় এরকম মুভি দেখার মধ্যে অন্যরকম অনুভূতি আছে। তেমনি এই ফাইটার মুভিটাও কিন্তু বড় পর্দায় মনে হচ্ছে ভালো লাগবে। বড়পর্দায় না দেখতে পারলেও মোবাইলে দেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দাদা।