ঠিক বলেছেন ভাইয়া, চারদিকে যেন বৃষ্টির জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছিল। আসলে প্রচন্ড গরমের কারণে সবাই একেবারে অসহ্য হয়ে গেছিল এই কয়েকদিন। তাছাড়া গরমের তাপও ছিল অনেক বেশি। যখন অনেকদিন পর একটুখানি বৃষ্টির দেখা পেলাম, যেন চারিদিক সতেজ হয়ে গেলো। এটাও ঠিক গাছপালা সবকিছু যেন প্রাণ ফিরে পেলো। আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লেগেছে।
জি আপু, প্রকৃতি যেন আবার প্রাণ ফিরে পেল।