শৈশবের দিনগুলোর কথা এখন যতই মনে পড়ে ততই অনেক বেশি ভালো লাগে। শৈশবের দিনগুলো কত বেশি না সুন্দর ছিল। শৈশবের সেই সময় গুলো যদিও কখনো ফিরে পাবো না, তবে ইচ্ছে করে শুধু সেই সময়গুলোতে ফিরে যাই। শৈশবে বৃষ্টিতে ভেজার মধ্যে থাকতো আলাদা রকম একটা আনন্দ। আম্মু তো অনেক বেশি বকা দিত, কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর হবে কাশি হবে। কিন্তু কোন বাধাই মানতাম না তখন। আসলে বৃষ্টিতে ভিজে ভিজে পুকুরে গোসল করার মধ্যে আলাদা আনন্দ ছিল। সবাই মিলে তখন গোসল করতে আসলেই ভালো লাগতো। আপনার লেখাগুলো পড়ে আমার নিজেরই শৈশবের কথা মনে পড়ে গিয়েছে।
ঠিক বলেছেন আপু শৈশবের কথাগুলো যত বেশি মনে পড়ে ততই ভালো লাগে।ধন্যবাদ অসংখ্য সুন্দর মন্তব্য করার জন্য।