You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: হোস্টেজেস ( সিজন ১: পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগlast year

দাদা আমার কাছে এই ওয়েব সিরিজটার নবম পর্বটার রিভিউ পড়তে খুব ভালো লেগেছে। আর দেখছি এই পর্বটার নাম ছিল "এন্ড গেম"। এই পর্বে অনেক কিছুই ঘটে গিয়েছে দেখলাম। ভাগ্য ভালো যে পৃথ্বী ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছে না হলে তো মেয়েটাকে গুলি করে দিতেই যাচ্ছিল সে। ওই মহিলাটার বিষয়টা এখনো পর্যন্ত কিছুই বুঝলাম না দাদা। এটার পেছনে অনেক রহস্য এখনো পর্যন্ত লুকিয়ে আছে যেটা এখনো সামনে আসেনি। ফৌজি ছেলেটার চিকিৎসা চলতেছে শুনে ভালোই লেগেছে। আশা করছি সে ঠিক হয়ে যাবে। ওই সাইকোটার জন্য তো অনেক বেশি ভয় হচ্ছে। একদিকে পৃথ্বীকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। অন্যদিকে আবার ওই মানুষটা অনেক বেশি ভালো ছিল। তাই তো বাবা এবং ছেলে দু'জনকেই সাহায্য করেছিল। কিন্তু ছেলে টাকার সম্পর্কে জানার কারণে দেখছি বেশ সমস্যায় পড়ে গিয়েছে এখন। কারণ সে রুমের দরজা লক করে দেওয়ার পরে, তার বাবাকে এনে ভয় দেখিয়ে দরজাটা খুলে ফেলেছে। এখন দেখা যাক তাদের সাথে কি হবে। আর মূল রহস্যটা জানার জন্য অপেক্ষায় থাকলাম।