You are viewing a single comment's thread from:

RE: স্বজনপ্রীতি। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসলে বর্তমানে সমাজের অবস্থা ঠিক এরকমটাই হয়ে গিয়েছে। সব জায়গায় শুধু স্বজন প্রীতিই দেখা যায়। এরকম ঘটনা বেশিরভাগ মানুষের সাথেই ঘটে থাকে। ডাক্তার, শিক্ষক, উকিল, ব্যবসায়ী সবার ক্ষেত্রেই স্বজন প্রীতি রয়েছে। আমরা বর্তমানে যেখানেই যাব সেখানে এই স্বজনপ্রীতি দেখব। চাকরির জন্য ও কেউ যদি কোথাও যায়, সেখানে তার আত্মীয়-স্বজন থাকলে দেখা যায় সহজে চাকরিটা হয়ে যায়। স্বজন প্রীতি নিয়ে আপনি আজকের যে লেখাগুলো লিখেছেন এগুলো একেবারে সত্যি এবং বাস্তবিক।