মিথ্যা কথা বলা আসলেই অনেক জঘন্যতম একটা কাজ। যে মানুষ মিথ্যা কথা বলে সে সৃষ্টিকর্তা এবং মানুষের কখনোই প্রিয় হতে পারে না। ছোট্ট একটা মিথ্যাও মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা বলার আগেও আমাদেরকে হাজার বার ভেবে নেওয়া উচিত, এটা বলা উচিত নাকি উচিত নয়। যারা মিথ্যা কথা বলে তারা পরকালেও কখনো শান্তি পায় না। প্রত্যেকটা মানুষেরই উচিত সৎ পথে থাকা আর সত্য কথা বলা। আমাদের এই পৃথিবীতে এখনও পর্যন্ত এমন কিছু মানুষ আছে যারা কিনা অনেক ভালোর পথে আছে। অনেক সুন্দর করে লিখেছেন আপু মিথ্যা নিয়ে এই লেখাগুলো।