আরে বাহ্, রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর দেখতে ডাইনোসর তৈরি করেছেন তো। আপনার তৈরি করা ডাইনোসর আমার তো অনেক পছন্দ হয়েছে। ভাঁজে ভাঁজে অনেক সময় নিয়ে এবং ধৈর্য ধরে এই অরিগ্যামি তৈরি করেছেন, এটা তো দেখেই বুঝতে পারছি। এরকম অরিগ্যামি গুলো তৈরি করার পর উপস্থাপনা তুলে ধরা মুশকিল। কারণ ভালোভাবে বোঝানো যায় না ভাঁজ গুলোর কথা।
ঠিক তাই কাগজের ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন। ছবি দেখে বুঝা অনেক সহজ। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।