ওয়াও অনেক সুন্দর হয়েছে তো এই মেহেদি ডিজাইন টা। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে এই ডিজাইন। হাতের তালুতে অথবা উপরের অংশে এই ডিজাইনটা মেহেদী দিয়ে অঙ্কন করা হলে দেখতে সুন্দর লাগবে। অনেক সুন্দর এবং নিখুঁত ফুলের ডিজাইন ছিল। কালারফুল কলম দিয়ে আঁকার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছে।