ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
বিবিন্ন ভাঁজে অরিগ্যামিটি তৈরি করেছি। আর এ ধরনের অরিগ্যামিগুলো দেখতে বেশ সুন্দর হয়।