এরকম সুন্দর সুন্দর নাটক গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। খাইরুল বাশার আর তানজিন তিশা আমার অনেক বেশি পছন্দের। অবুঝ বায়না নাটকটা যদিও দেখা হয়নি। তবে নাটকের কাহিনীটা খুব ভালো লেগেছে রিভিউর মাধ্যমে পড়ে। সময় পেলে আমি নাটকটি দেখার জন্য চেষ্টা করবো।
নাটকটা দেখতে পারেন আপু, আশা করছি ভালোই লাগবে।