You are viewing a single comment's thread from:
RE: 😥 একটি "অকাল মৃত্যু/ আকস্মিক মৃত্যু" একটা পরিবারের সারা জীবনের কান্না।😥
ঠিকই বলেছেন আপু এরকম একটি অকাল মৃত্যু একটি পরিবারকে আসলেই একেবারে ভেঙে দেয়। আপনার বোনের হাসবেন্ড মারা যাওয়ার কারণে ছোট বাচ্চাটা যেমন এতিম হয়ে গেল তারপরও আপনার বোনটাওতো স্বামী হারা হয়ে গেল। আপনি বললেন যে তার একটু বয়স করে বিয়ে হয়েছে, মাত্র দুই বছর হলো বিয়ে হয়েছে আর এর মধ্যে বিধবা হয়ে গেল সত্যি এরকম মৃত্যু মেনে নেওয়া যায় না তারপরও মানুষকে মেনে নিতে হয়। বিধাতা যখন মানুষের জীবনে যা লিখেছেন সেটা আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় নাই। আল্লাহ যেন তাদেরকে শোক সইবার ক্ষমতা দেন এই কামনাই করি।
আপু আপনার কথাগুলো শুনে খুবই ভালো লেগেছে।আপনি ঠিক বলেছেন, আল্লাহ যেটা করেছেন সেটা মঙ্গলের জন্য করেছেন নিশ্চয়। দোয়া করবেন মা ও মেয়ে দুজনের জন্য যেন সুন্দর ভবিষ্যৎ জীবন গড়ে নিতে পারেন।