একেবারে কনফার্ম না হয়ে আপনাদের আগে বাসা ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। আর এদিকে বাড়িওয়ালার ওতো কিছু করার নেই কারণ সে অন্য জায়গায় নিশ্চয়ই ভাড়ার ব্যাপারে কথা বলে ফেলেছে। আপনার বন্ধুরাই বা কেমন ওরা প্রথম থেকে কোয়ার্টারে থাকে অথচ আপনাদেরকে জানায়নি। যাক শেষ পর্যন্ত আপনারা দশ দিনের জন্য উঠতে পেরেছেন জেনে ভালো লাগলো। এটা ঠিক বলেছেন এতদিন কষ্ট করে শেখার করে শেষটা যদি ভালো না হয় তাহলে কোন কিছুই ভালো মত হয় না। আশা রাখছি শেষ পর্যন্ত সুন্দরভাবে সবকিছু কমপ্লিট করে ফিরতে পারবেন। আর কাজের তাগিদে মানুষকে যে কোথায় কখন পরিবার-পরিজন ছেড়ে থাকতে হয় তার কোন ঠিক নেই।
আমার বন্ধুরা আসলেই স্বার্থপর আপু! এটা বললেও ভুল হবে না। দুনিয়াটাই আপু স্বার্থপর। এখানে কেউ কারো ভালো দেখতে পারে না