আপনি দারুন মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছেন। কাঁচা মরিচের আচার আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ । আমিও বাসায় তৈরি করি খেতে আমার কাছেও ভালো লাগে, তবে অতিরিক্ত ঝাল হওয়ার কারণে খুব বেশি খেতে পারি না । আপনার আচারটি দেখে কিন্তু জিভে পানি চলে এসেছে। আমারটা শেষ হয়ে গিয়েছে আবার বানাতে হবে আপনার টা দেখে মনে পড়লো।