কথা কম কাজ বেশি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কথা কম কাজ বেশি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা কত কম বলে তারা কিন্তু সবসময় কাজ করতে ব্যস্ত থাকে এবং কখনো তারা কারো সাথে তেমন কোন তর্কে লিপ্ত হয় না। অর্থাৎ এই মানুষগুলো সব সময় নিজেদের মতো করে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই পৃথিবীতে যারা বাচাল প্রকৃতির লোক তারা কিন্তু সব সময় বিভিন্ন কাজে কি করে ফাঁকি দেওয়া যায় সেজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি অল্প কথা বলে শুধুমাত্র অন্য কাজগুলো বোঝার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে অনেক কিছু শিখতে পারবো এবং সেই শেখার ফলে আমাদের জীবনটা আরো অনেক বেশি উন্নত হবে।
কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষ প্রতিনিয়ত কাজকর্ম না করে বিভিন্ন ভাবে তারা তাদের সময়টাকে নষ্ট করে। একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনার জীবনের থেকে সবকিছু চলে গেলেও আপনি সেগুলো বিভিন্নভাবে ফিরিয়ে আনতে পারবেন আপনার জীবনে। কিন্তু সময় হলে এমন একটা জিনিস যদি একবার যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে কিন্তু সেই সময়কে আপনি আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না। আর আমরা যদি কাজের সময় কাজ না করে বিভিন্ন ভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করি তাহলে সেই কাজগুলো আমাদের দ্বারা কিন্তু আর জীবনে কখনো সম্পন্ন হবে না। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছুই হোক না কেন আমরা কিন্তু কর্মক্ষেত্রে সব সময় মনোযোগ দেয়ার চেষ্টা করব।
আসলে এই পৃথিবীতে যারা অল্প কথা বলে সময় নষ্ট করার চেষ্টা করে না তারা কিন্তু সব সময় অনেক বেশি জ্ঞানী হয় এবং প্রতি ক্ষেত্রে তারা এগিয়ে থাকে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি সব সময় কাজ বেশি করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা আর কখনো কোন রকম দুঃখ দুর্দশার মধ্যে কাটবে না। আসলে সব কিছুর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। অর্থাৎ আমরা ভালো অবস্থানে থাকার জন্য একদিকে যেমন আমাদের কাজের গুরুত্ব রয়েছে ঠিক তেমনি আমরা যদি কাজ না করি তাহলে আমরা জীবনে কখনো ভালো থাকতে পারবো না। তাইতো কথা বেশি না বলে সময় নষ্ট না করে যদি আমরা সময় মত কাজ করতে পারি তাহলে আমরা জীবনের সফলতা অর্জন করব।
এজন্য গুণী জনেরা সব সময় বলেন যে কথা কম কাজ বেশি। আর এই সমাজে যারা কম কথা বলে তাদেরকে আপনি দেখতে পাবেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে চিন্তা ভাবনা করে এবং সেই কাজগুলো সমাধান করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। এজন্য প্রতিটা ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমরা যদি মনোযোগ দিয়ে সকল ধরনের কাজ করতে পারি তাহলে কখনো অলসতা আমাদের মস্তিষ্কে অবস্থান করতে পারবে না। আর এই পৃথিবীতে একমাত্র অলস ব্যক্তিরাই কাজ কম করে সব সময় কথা বলতে অনেক বেশি পছন্দ করে। আর এর ফলে কিন্তু তারা জীবনে একটি কাজও ভালোভাবে সম্পন্ন করতে পারে না এবং প্রতিক্ষেত্রে তারা সব সময় পিছিয়ে থাকে পরিশ্রমী মানুষদের থেকে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।