একদিন গরম পানি' আর বড়ই পাতা, পৃথি'বীর সব মায়া ধুয়ে দিবে!


guy-2617866_1920.jpg

Source

যারা আপনার ইসলাম ধর্মে বিশ্বাসী এবং ইসলাম ধর্ম পালন করেন তারা হয়তো আমাদের উপরোক্ত টাইটেলের বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছেন। কারণ ইসলাম ধর্মের যারা অনুসারী রয়েছে তারা মৃত্যুর পরে যে সকল অনুষ্ঠান সংঘটিত হয়ে সেসবের মধ্যে একটি হচ্ছে গোসল করানো এবং দাফন করানো এবং দাফনের পরে সেখানে বড়াই গাছ কিংবা অন্য কোন গাছের ডাল লাগিয়ে দেওয়া হয়, যাতে করে সেই গাছটি ভালোভাবে বেড়ে উঠতে পারে।

বর্তমানে পৃথিবীতে আমরা বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের নৈতিকতা এবং সম্পর্কের মাঝে আমরা যেন একটি মরীচিকার মধ্যে পড়ে রয়েছি। যার কোন শেষ নেই এবং আমরা ব্যক্তিগতভাবেই মনে করি পৃথিবীতে আমরা চিরস্থায়ী বাসিন্দা এবং এই পৃথিবী থেকে আমরা কোনদিনও চলে যাব না। এটাই আমাদের একটিমাত্র ভুল ধারণা যার কারণে আমরা ভবিষ্যতে অনেক বড় ভুল করে ফেলি।

আমরা জীবনে যাই কিছু করি না কেন আমাদেরকে এটা সব সময় মনে রাখতে হবে, আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী বাসিন্দা নয় বরঞ্চ আমরা এমন একটি সভ্যতা যে সভ্যতা ক্ষনে ক্ষণে বিলুপ্ত হয়ে যায়। আবার আমাদের জীবনকালও খুব বেশি একটা নয়, আমাদের প্রত্যেকটি দেশের বিভিন্ন ধরনের গড় আয়ু রয়েছে এবং সেই গড় আয়ুজনিত কারণেই আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাই। আবার এই পৃথিবী থেকে চলে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নেই। এক্সিডেন্টেও পারে আমাদের জীবন নিয়ে নিতে, তাই ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

The article is indeed very thought-provoking, it is true that life is very short, and you have to live your best self in a limited time. Life should not be wasted, so as not to regret it in the end.