পুরুষদের মানসিক স্বাস্থ্য — অবহেলিত একটি বিষয়


depression-8824166_1920.jpg

Source

মানসিক স্বাস্থ্য যে এক প্রকার রোগ কিংবা ব্যাধি এই বিষয়টা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। আমরা মনে করি শুধুমাত্র শারীরিক কিংবা আঘাতের চিকিৎসা গ্রহণ করতে হয়। মানসিক স্বাস্থ্যের অবনতি হলেও যে চিকিৎসা গ্রহণ করতে হয় এই বিষয়ে আমরা তেমন কোন গুরুত্ব রাখিনা কিংবা অনেকেই এই বিষয়টাকে তাচ্ছিল্য করে যায়। তাই তো বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। সংসার বেশিদিন টিকছে না, সংসারে অশান্তি লেগেই রয়েছে।

মানসিক স্বাস্থ্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। হোক সেটা পুরুষ কিংবা নারী উভয়ের ক্ষেত্রে সে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে দেখা উচিত। কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা যেভাবে মাথা ঘামাই তার এক পারসেন্ট ও মানসিক স্বাস্থ্য নিয়ে মাথা ঘামাই না। যার কারণেই তো বর্তমানে সংসারে অশান্তি রয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আবার কেউ এই মানসিক স্বাস্থ্যের কারণে আত্মহত্যার মতো খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এবং নিজেকে শেষ করে দিচ্ছে।

ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় পুরুষ মানেই শক্তিশালী, পুরুষ কখনো কষ্ট পায় না, পুরুষ কখনো সবার সামনে কাদতে পারে না। এই বিষয়গুলো সমাজে একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যার বদৌলতে বর্তমানে পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে তেমন কোন মাথা ব্যথা নেই। বরঞ্চ পুরুষদেরকে বর্তমানের টাকার মেশিন হিসেবে বিবেচনা করা হয়। যাই হোক না কেন একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা যায়। যদি আপনি বুঝতে পারেন আপনার পার্টনার মানসিকভাবে অসুস্থ তাহলে অবশ্যই সেই ডাক্তার দেখানোর চেষ্টা করবেন। এটাও একটি জটিলতম বিষয় এবং নিয়মিত চিকিৎসার ফলে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব।

ABB.gif