ভালোবাসা আসলেই সুন্দর
আপনি বিশ্বাস করুন আর নাইবা করুন এই পৃথিবীটা সম্পূর্ণটাই বিশ্বাস এবং ভালবাসার উপরে চলছে। ভালোবাসা প্রকৃত অর্থেই অনেক সুন্দর এবং অনেক চমৎকার অনুভূতি প্রদান করে। যেটা হয়তো বর্তমান সমাজের খুব বেশি একটা চোখে পড়ে না। আমি শুধুমাত্র প্রেমিক প্রেমিকার কথা বলছি না। ভালোবাসা শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকার মাঝেই হয় এই বিষয়টাও কিন্তু আমাদের একটি ভুল ধারণা। ভালোবাসা যে কারো সাথেই হতে পারে, মা-বাবার প্রতি ভালোবাসা, ছোট ভাই বোনের প্রতি ভালোবাসা এবং নিজের বন্ধু-বান্ধবের প্রতিও ভালোবাসা থাকতে পারে। তবে সেই ভালোবাসার একটি লিমিটেশন রয়েছে। কিন্তু আপনার জীবন সঙ্গিনীর সাথে যে ভালোবাসা রয়েছে সেটাও একটি ভালবাসা এবং সেই ভালোবাসা অন্যান্য ভালোবাসা থেকে একটু আলাদা, কারণ সেখানে শারীরিক চাহিদা রয়েছে।
আপনি যদি সৎ মনের মানুষ হয়ে থাকেন তাহলে এই পৃথিবীটাকেও সৎ ভাবে দেখার চেষ্টা করবেন। পৃথিবীর মানুষগুলোকেও সৎ ভাবে ভালোবাসার চেষ্টা করবেন। তখন মনে হবে এই পৃথিবীর সবকিছুই অনেক সুন্দর ভালোবাসাটা আসলেই অনেক সুন্দর। এরকম একটা অনুভূতি হবে যেটা আমাদের প্রত্যেকটা মানুষের হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
বর্তমানে আমি যাকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি আমি মনে করি আমি অনেক ভাগ্যবান একটি ব্যক্তি কারণ সেই মানুষটা আমাকে অসম্ভব ভালোবাসে। তার সবকিছুই আমার সাথে শেয়ার করে এবং আমিও তাকে অনেকটা ভালোবাসি। এই ভালোবাসার যে অনুভূতিটা রয়েছে সেটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এটা এতই মধুর একটি সম্পর্ক ভালোবাসা আসলেই সুন্দর। ধন্যবাদ।