প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করি।আর মোহাম্মদপুর থেকে প্রতিদিন ঢাকা মেডিকেল গিয়ে সার্জারি চেঞ্জ করার থেকে নিজে নিজে বাসায় চেঞ্জ করার ডিসিশনটা আপনি ভালই নিয়েছেন। আর যেহেতু আপনার আগে থেকেই অভ্যাস রয়েছে তাই হয়তো কোন অসুবিধে হয়নি। আসলেই বাইরে থেকে করতে গেলে ভায়োডিন দেওয়ার পরে নরম হওয়ার আগেই টান দিয়ে দেয়, এতে লাগে বেশি। তার চেয়ে বাসায় করে ভালই হয়েছে বলে আমার মনে হয়।
হ্যাঁ দিদি মোহাম্মদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দূরে হয়ে যায়। আর ড্রেসিং করার মাঝে তো অভ্যাস আছে তাই নিজেই বাসাতে নিজে করাই ভালো। হাসপাতালে ড্রেসিং করা দেখলে আসলে ভয় লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।