পুজোর কটা দিন তো দেখতে দেখতেই শেষ হয়ে যায়। দূর্গা পূজো আর লক্ষ্মী পূজো শেষে এখন আবারও আগের লাইফ শুরু হয়েছে। আশা করছি এই কয়দিনে গ্যাপ কাটিয়ে বেশ ভালো মতোই পড়াশুনায় মন দিবেন। আর আপনি বেশ সুন্দর করে শুধুমাত্র পেন্সিলের সাহায্যে ফুল-পাতাসহ ফুলদানির অংকন করেছেন। আমি এমন করতে গেলে তো পেন্সিলের ময়লা হাতে লেগে চারপাশেও কালো কালো দাগ পরে যায়। আপনার আর্টটি বেশ চমৎকার ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ!
এটা আঁকাতে গিয়ে অবশ্য আমাকেও পেন্সিলের কালো দাগ নিয়ে কিছুটা হিমশিম খেতে হয়েছে। শেষ পর্যন্ত রাবারের সাহায্য নিয়ে এই বিপদ থেকে উদ্ধার পেয়েছি।