You are viewing a single comment's thread from:
RE: ব্রেনকে ভালো কাজে অভ্যস্ত করুন
আপনি বেশ গোছানোভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে আপনার বিষয়বস্তু টি তুলে ধরেছেন। আসলেই আপু, মানুষ অভ্যাসের দাস! রুটিন মাফিক আপনার যেমন দুপুরের মাঝে পোস্ট করা হয় তাই দুপুরে নানা আইডিয়া ঘুরঘুর করে!! আমি এমন একটা অভ্যাস আজও গঠন করতে পারি নি! যদিও বারবার ভাবী প্রতিদিন পোস্ট করার অভ্যাস টি গড়ে তুলবো। তবুও নানা কারণে প্রতিদিন একইভাবে এক্টিভ থাকা হচ্ছে না। এর জন্য অবশ্য অলসতা এবং রুটিন না থাকা আসলেই বড় ভূমিকা পালন করে! আপনার পোষ্ট টি সার্বিকভাবেই ভালো লাগলো আপু।
একদিনে যে কোন অভ্যাস হয় না, যেহেতু অনেকটা সময় একইভাবে কাজ করা হচ্ছে তাই,ধন্যবাদ।