পেন্সিল আর্ট। by @tuhin002
" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০৪ জিলহজ ১৪৪৪।০৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ।
২৩ জুন ২০২৩ খ্রিস্টাব্দ।
ষড়ঋতুর বর্ষাকাল। |
---|
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাহোক অবশেষে স্বস্তির কিছু বৃষ্টি আমাদের এলাকায় হয়েছে। তবে সামান্য পরিমাণ বৃষ্টি হলেও গরমের মাত্রা যেন আরো বেড়ে গেছে। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... |
---|
স্বহস্তে বানানো পেন্সিল আর্ট
captured by @tuhin002
Device - poco M2
আমি আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো পেন্সিল আর্ট। পেন্সিল আর্ট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আমি একটি পেন্সিল আর্ট তৈরি করেছি। তাই আজকে আমার তৈরিকৃত পেন্সিল আর্টটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
উপকরণ সমূহ । |
---|
Device - poco M2
ক্রমিক নম্বর | উপাদান |
---|---|
১ | পেপার। |
২ | পেন্সিল। |
৩ | স্কেল। |
তৈরি চলছে। |
---|
Device - poco M2
প্রথমে একটি চারকোণাকার বক্স এঁকে নিয়েছি।
তৈরি চলছে। |
---|
Device - poco M2
বক্সটির মধ্যে আয়তাকার ছোট ছোট ঘর কেটে নিয়েছি।
তৈরি চলছে। |
---|
Device - poco M2
কেটে নেওয়া ঘরগুলোকে বইয়ের শেপ দিয়ে নিয়েছি। বইগুলোর শেপ এমন ভাবে দিয়েছি, যাতে এগুলো দেখতে এলোমেলো মনে হয়।
তৈরি চলছে। |
---|
Device - poco M2
এইখানে পেন্সিল দিয়ে হালকা ঘষে নিয়েছি যাতে দেখতে এখানে বইয়ের পেজের মত লাগে।
তৈরি চলছে। |
---|
Device - poco M2
পেন্সিল দিয়ে ঘষে নেওয়ার কাজ শেষ হলে আমি বইগুলোর নাম লিখে নিয়েছি
তৈরি চলছে। |
---|
Device - poco M2
এবার এখানে বই এর ওপরে একটি বিড়াল আঁকার চেষ্টা করেছি প্রথমে বিড়ালটির মাথা চোখ নাক এগুলো এঁকে নিয়েছি।
তৈরি চলছে। |
---|
Device - poco M2
এখানে বিড়ালটির অন্য অংশগুলো এঁকে নিয়েছি
তৈরি চলছে। |
---|
Device - poco M2
এখানে বিড়ালের দুইটি হাত একে নিয়েছি
তৈরি চলছে। |
---|
Device - poco M2
এখানে আমি ছবিটি সম্পন্ন এঁকে নিয়েছি।
তৈরি সম্পূর্ণ। |
---|
Device - poco M2
এখানে আমার হাতের একটি সিগনেচার দিয়ে পেন্সিল আর্টটি শেষ করেছি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
ডিভাইস | poco M2 |
---|---|
লোকেশন | মেহেরপুর |
ফটোগ্রাফি | পেন্সিল আর্ট |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন, আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। এছাড়াও আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
শুধুমাত্র পেন্সিলের মাধ্যমে খুব সুন্দর কিউট একটি ঘুমন্ত বিড়ালের আর্ট করেছেন। আর এই আর্টটি দেখতে ভীষণ ভালো লাগছে। পেন্সিলের সাহায্যে ঘুমন্ত বিড়ালের চিত্র অঙ্কনের আইডিয়াটা দারুন ছিল। এত সুন্দর পেন্সিল আর্ট আপনি কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার নিজের বাসায় একটা বিড়াল রয়েছে। আমি আসলে এসে পাশে এসে ঘুমায়। তার ঘুমানো দেখে এই আইডিয়াটা আমার মাথায় আসে। আর এ থেকে এই আর্ট তৈরি করেছি ভাইয়া ধন্যবাদ মন্তব্য করার জন্য।
https://twitter.com/ABashar45/status/1672188472919220224?t=4h-6PdUxsBQts7dQ3UvK0A&s=19
মামা আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। বিড়ালটি বেশ সুন্দরভাবে ঘুমাচ্ছে। আসলে এগুলো তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া পেন্সিল আর্টটি খুব সুন্দর হয়েছে আপনার।বিড়ালের এতো সুন্দর ঘুম দেখে আমার খুব ঘুমাতে ইচ্ছে করছে। কি পরম শান্তির ঘুম বিড়াল ঘুমাচ্ছে।আপনি আর্টটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আমাদের বাড়িতে একটা বিড়াল আছে তার ঘুমানো দেখেই এই আর্ট তৈরি করা।ধন্যবাদ আপু আপনার মন্তব্য করার জন্য।
আমার তো মনে হচ্ছে বিড়ালটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আর সে একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছে পড়তে পড়তে। মনে হচ্ছে অনেক গভীর ঘুমে আক্রান্ত সে। অনেক সুন্দর হয়েছে আপনার করা এই পেন্সিল আর্ট। এরকম আর্ট গুলো দেখতে এবং করতে আমি খুবই পছন্দ করি। যদিও এখন পেন্সিল আর্ট একেবারেই করা হয় না আমার। এত সুন্দর করে দক্ষতার সাথে আর্টটি করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
আপু আমরাও সারাদিন খেলা করার পরে যখন পড়ার টেবিলে বসি, তখন ওখানে ঘুমিয়ে পড়ি। বিড়াল তো তেমন পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। এই বেড়ালটি আমাদের মধ্যে ফাঁকিবাজ। 😄
কি টেলেন্ট আপনার ভাইয়া। পরিক্ষা ছাড়া অটো পাশ দিলে বইয়ের উপর বিড়াল ঘুমাবে না তো কি হাতি ঘুমাবে....হা হা হা। আপনার চিন্তার চেতনার প্রশংসা করতে হয়। ইউনিক আর্ট ছিল। ধন্যবাদ ভাইয়া।
বর্তমানের ছাত্র-ছাত্রীরা এভাবেই বইয়ের উপর ঘুমিয়ে ঘুমিয়ে প্লাস পাচ্ছে। তাহলে বিড়াল না ঘুমিয়ে থাকে বলেন।
খুব সুন্দর একটি আর্ট করেছেন ভাইয়া। এরকম আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া পেন্সিল আর্ট টি চমৎকার হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এরকম সাদা কালো পেন্সিল আর্ট গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। তাই আমিও মাঝে মাঝে এরকম পেন্সিল আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করি। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা রইল
মাঝেমধ্যে চেষ্টা করি আপু সাদাকালো অর্থাৎ পেন্সিল আর্ট এর মধ্যে নিজের ভালো লাগার জিনিসগুলো তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার।
আজ আপনি আমাদের মাঝে অসাধারণ একটি পেন্সিল আর্ট তৈরি করে উপস্থাপন করেছেন। আপনার এত সুন্দর পেন্সিল আর্ট দেখে কিন্তু আমি মুগ্ধ হয়েছি। খুব সুন্দর করে আপনি এই স্কেল দ্বারা দাগ কেটে এত সুন্দর ডিজাইন করে পেন্সিল আর্ট করছেন এবং তার উপরে দারুন একটি বিড়ালের ছবি দেখিয়েছেন সব মিলিয়ে অসাধারণ।
আপনার চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।